নষ্ট হয়েছে জীবনের ৭টি বছর, সাফল্যের শীর্ষ থেকে হঠাৎ হারিয়ে যান হানি সিং, কেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব হলেন হানি সিং (Honey Singh)। আসল নাম হিরদেশ সিং হলেও শ্রোতা ভক্তদের মাঝে তিনি ইয়ো ইয়ো হানি সিং (Honey Singh) নামেই জনপ্রিয়। একটা সময় ছিল যখন বলিউডে ব়্যাপ গান মানেই ছিল হানি সিং। তাঁর লিরিক্স, ছন্দ, সুরের জাদুতে মাতোয়ারা ছিল সঙ্গীতপ্রেমীরা। হানি সিং এর মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার জন্য রীতিমতো অপেক্ষা করে থাকতেন অনেকে। কোনোবারই ভক্তদের নিরাশ করেননি তিনি। কার্যত সাফল্যের চরম শিখরে উঠে গিয়েছিলেন হানি সিং (Honey Singh) । কিন্তু আচমকাই কাটে তাল। হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে যেন গায়েব হয়ে যান ‘দেশি কলাকার’। 

সাফল্যের শীর্ষ থেকে হারিয়ে যান হানি সিং (Honey Singh)

পঞ্জাবের হোসিয়ারপুরের হানি সিং (Honey Singh) যেমন রাতারাতিই উঠে এসেছিলেন চর্চায়, তেমন রাতারাতিই হারিয়ে যান বলিউড থেকে। সে সময়ে তিনি নিজের কেরিয়ারের শীর্ষে। একের পর এক মিউজিক ভিডিওর পাশাপাশি গান তৈরি করছেন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের ছবির জন্য। সে সময়ই হঠাৎ সমস্ত লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান হানি সিং (Honey Singh)। দীর্ঘ ৭ বছর তিনি ছিলেন বলিউড তথা সমস্ত লাইমলাইট থেকে দূরে, ঘরবন্দি হয়ে। এর নেপথ্যে ছিল এক মারাত্মক মানসিক রোগ। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত ছিলেন হানি সিং। সম্প্রতি নতুন ভাবে কামব্যাক করে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা জানিয়েছেন গায়ক।

আরো পড়ুন : Neha Amandeep: মাত্র ৩ মাসেই ফ্লপ ‘যোগমায়া’, ব্যর্থতা কাটিয়ে হ্যান্ডসাম নায়কের সঙ্গে কামব্যাক করছেন নেহা আমনদীপ

কী এই বাইপোলার ডিজঅর্ডার

বাইপোলার ডিজঅর্ডার হল এমন একটি মানসিক রোগ যেখানে আক্রান্ত রোগীরা কখনো কখনো হাসিখুশি থাকেন, আবার পরক্ষণেই চরম অবসাদে ভুগতে শুরু করেন তারা। মাঝে মাঝে ম্যানিয়ার পর্যায়েও চলে যায় আক্রান্ত রোগী। সে সময়ে কোনো কাজে আচমকাই উৎসাহ বেড়ে যায় মাত্রাতিরিক্ত। অতিরিক্ত আত্মবিশ্বাস, বেশি কথা বলা, মাত্রাতিরিক্ত খেয়ে ফেলা বা অতিরিক্ত শরীরচর্চা করা, এমন সব লক্ষণ দেখা যেতে পারে রোগীর মধ্যে। মনোবিদদের ভাষায় একে বলে ‘ম্যানিয়াক এপিসোড’।

আরো পড়ুন : Ditipriya Roy: ভয়ে মুখ বুজে থাকা নয়, কাজে প্রভাব পড়লে? আরজিকর এর প্রতিবাদ মিছিলে স্পষ্ট জবাব দিতিপ্রিয়ার

নষ্ট হয়েছে জীবনের ৭টি বছর

হানি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি যখন তাঁর কেরিয়ারের শীর্ষে, হাতে প্রচুর কাজ, তখনই তাঁর মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। তাঁর মাথায় কিছু সমস্যা হচ্ছে, কাজে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। তারপরেই ধরা পড়ে তাঁর রোগ। হানি (Honey Singh) এও স্বীকার করেছেন, এই রোগের কারণেই নিজের প্রাক্তন স্ত্রী এবং পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। মদ এবং বিভিন্ন মাদকদ্রব্যে আসক্তি অত্যন্ত বেড়ে গিয়েছিল তাঁর। তবে তিনি রিহ্যাবে যাননি, চিকিৎসা করিয়েছেন বাড়িতেই। পাশে ছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অক্ষয় কুমারের মতো তারকারা।

Honey Singh

এখন মাদকাসক্তি সম্পূর্ণ কাটিয়ে ফেলেছেন হানি সিং। নতুন করে তৈরি করছেন গান। ফিরেছেন বলিউডে। খুব শীঘ্রই নিজের জীবন নিয়ে তৈরি একটি ডকুমেন্টারিতে দেখা মিলবে হানি সিং এর।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর