বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) আতঙ্কে যখন বিশ্ববাসী গৃহবন্দি হয়েছে, তখন হংকং (Hong Kong)-এর রাস্তায় অবাধ যাতায়াত করছে নাগরিকরা। তাঁদের দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তারা কিছুই জানে না। সম্প্রতি হংকং-এর পক্ষ থেকে করোনা ভাইরাসের আর্থিক প্যাকেজে ১৭.৭ বিলিয়ন ডলার দিয়েছে। কিন্তু এরই মধ্যে হংকংবাসী সাড়ম্বরে পালন করল ইস্টার উৎসব। এমমন কোন জায়গা বাকি ছিল না, তারা যেখানে যায়নি। সর্বত্রই তারা অবাধ যাতায়াত করতে লাগল।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের দিকে এগোচ্ছে এবং মৃতের সংখ্যা ১ লক্ষ অনেক দিন আগেই ছাড়িয়ে গেছে। বর্তমানে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। লকডাউন রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। বন্ধ রয়েছে সব আনন্দ উৎসব। কিন্তু এরই মধ্যে হংকং বাসী মেতে উঠল ইস্টার উৎসবে। ইস্টার পালনের জন্য তারা ঘুরে বেড়াল হংকং-এর বিভিন্ন অঞ্চলে।
সমুদ্র পাড়ে একত্রিত হয়ে নাগরিকরা করল ইস্টার উৎসবের পালন। বাজারেও একজোট হয়ে চলল ইস্টার পালন। হোটেলেও চলল ইস্টার উৎসবের আনন্দ। ইস্টার উৎসবে মাতোয়ারা হংকং বাসীকে দেখে মনে হচ্ছিল, তাঁদের সাথে করোনা ভাইরাসের কোন সম্পর্কই নেই। মনের আনন্দে হংকং-এর নাগরিকরা ইস্টার উৎসবের মজায় মেতে উঠল।
হংকং-এ ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এবং ৪ জন করোনার সাথে লড়াইয়ে প্রাণ হারিয়েছে। ২৯ শে মার্চ থেকেই হংকং-এ যেকোনো সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইস্টারের আনন্দে মেতে উঠল সকল হংকংবাসী। বর্তমানে এখানে একসঙ্গে ৪ জনের বেশি মানুষের একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সরকারের এই নিয়মেরও কেউ তোয়াক্কা করছে না।
করোনা ভাইরাসের সংকটের কারণে সরকার সেখানে ১ বছরের জন্য ১০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। হংকং-এ আগে থেকেই সরকার বিরুদ্ধে মনোভাবাপন্ন জনগণের জন্য সরকার আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল ছিল। তবে এবার করোনা ভাইরাসের কারণে সেই সংকট বেশি আকারে দেখা দিয়েছে।