বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারতের বিরুদ্ধে হেরে গিয়েও হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে হংকং। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ সময় অব্দি ভারতের রান রেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন আয়ুস শুক্লারা। কিন্তু শেষ থেকে সূর্যকুমার যাদবের তাণ্ডবের কোনও জবাব ছিল না হংকং বোলারদের কাছে। কাল শেষ তিন ওভারে ৫৪ রান তুলেছিল ভারতীয় দল। ওখানেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল হংকং।
রান তাড়া করতে নেমে বাবর হায়াত, জিসান আলি স্কট ম্যাককেনিরা দুর্দান্ত ব্যাটিং করেও ভারতের জনসংখ্যার ধারে-কাছে যেতে পারেনি। অভিজ্ঞ ভারতীয় বোলারদের বিরুদ্ধে রান তুলতে গিয়ে সমস্যা হয়েছিল তাদের। কিন্তু অনভিজ্ঞ আবেশ খান, অর্শদীপ সিংদের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছিলেন তারা। শেষপর্যন্ত ২০ ওভারে ১৫২ রান তুলতে পেরেছিল হংকং।
এই ম্যাচের পর যে হংকং ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিনি হলেন বাঁ-হাতি ব্যাটার কিঞ্চিৎ শাহ। তিনি অবশ্য কাল খারাপ ব্যাটিং করেননি, তবে হংকংয়ের ব্যাটারদের মধ্যে সেরা ছিলেন এমনটাও নয়। ২৮ বলে ৩০ রান করে তিনি ভুবনেশ্বর কুমারের শিকার হন। মেরেছিলেন দুটি চার এবং একটি ছক্কা। কিন্তু পারফরমেন্সের কারণে নয় ম্যাচের পর তিনি এমন একটি কান্ড করেছেন যে রাতারাতি পাদ-প্রদীপের আলোয় চলে এসেছেন।
কাল ম্যাচ শেষে নিজের বান্ধবীকে প্রপোজ করেছেন এই হংকং ক্রিকেটার। তার গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের প্রেমিকাকে প্রপোজ করার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাঠকরা শুনলে খুশি হবেন যে তার বান্ধবীও এই ঘটনায় অভিভূত হয়ে পড়েন এবং তার প্রস্তাবে রাজি হয়ে যান। ফলে স্বাভাবিকভাবেই খুশি হংকংয়ের জার্সিতে ৪৩ টি টি-টোয়েন্টি খেলে ৬৩৩ রান করা ও ১১টি উইকেট নেওয়া এই ক্রিকেটার।
She said YES!
A heartwarming moment where Hong Kong’s @shah_kinchit95 proposed to his SO after playing a big match against India
A huge congratulations to the happy couple. We wish you all the joy and happiness in your new life together ❤️#AsiaCup2022 #GetReadyForEpic pic.twitter.com/CFypYMaPxj— AsianCricketCouncil (@ACCMedia1) August 31, 2022
তার হাঁটু গেড়ে নিচের বান্ধবীকে প্রেম নিবেদন করার মুহূর্তটি এতটাই জনপ্রিয় হয়েছেন যে সেই ঘটনার ভিডিও শেয়ার করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের দুজনকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে তারা। ভারতের বিরুদ্ধে হারের পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। সেই ম্যাচে যদি কোনো রকমে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলতে পারে তারা তবে ভারতের পর তৃতীয় দল হিসেবে তারাই যাবেন পরের রাউন্ডে।