বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে অন্যবারের তুলনায় ফলাফল বেশ কিছুটা ভালো হলেও তাদের আশা অনুযায়ী ফল করতে পারিনি। এমনকি হুগলিতে যথেষ্ট দাপট থাকা সত্বেও বিধানসভায় একটি আসনও জিততে পারেনি বিজেপি। অথচ লোকসভা নির্বাচন অনুযায়ী আঠারোটি আসনের আটটিতেই এগিয়ে ছিল তারা। যার জেরে গত ৪ জুন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। কর্মীদের দাবি ছিল দলের বর্তমান হুগলি জেলার সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে এই মুহূর্তে অপসারিত করতে হবে। বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপি কর্মীরা।
কিন্তু এই বিক্ষোভ সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল নাকি পিছনে মদত ছিল আদতে কোন বিজেপি নেতার? একটি টেলিফোনিক বার্তালাপের অডিও ক্লিপ ভাইরাল হতে এখন প্রশ্ন উঠছে সেই নিয়েই। অনেকের মতে, এই অডিও ক্লিপে শুনতে পাওয়া বিজেপি নেতার গলাটি আসলে সুবীর নাগের। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। সুবীর নাগ বিজেপির বর্ষিয়ান নেতা। কিন্তু বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। বর্তমানেও তিনি বিজেপির কোন পদে নেই।
কিন্তু অডিও ক্লিপ সত্য হলে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৈরি হওয়া বিক্ষোভের পিছনে তার প্রচ্ছন্ন মদতের তত্ত্বই প্রমাণিত হবে। এই ক্লিপ অনুযায়ী বর্ষিয়ান কোন এক বিজেপি নেতা এক বিজেপি কর্মীকে বলছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ তৈরীর জন্য। তাকে কেন প্রার্থী করা হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, তার মতে অন্তত সাতটি বিধানসভা বিজেপির জেতার কথা হুগলিতে। কিন্তু ফলাফল সেভাবে হলো না কেন তা নিয়েও দিলীপ ঘোষকে প্রশ্ন করা দরকার।
দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর ছক বিজেপি নেতার, ফাঁস হল অডিও টেপ pic.twitter.com/mhUcWJVy75
— Bangla Hunt (@BanglaHunt) June 6, 2021
সুবীর নাগ অবশ্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এই অডিও ক্লিপটিকে। তার মতে এই ডিজিটাল যুগে অনেক কিছুই হয়। তিনি বলেন, “সুপরিকল্পিত ভাবে আমার মতো করে কথা বলা হয়েছে ওই ক্লিপে। আমার মনে হয়, এটা সম্পূর্ণ ভাবেই আমাকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে।” শুধু তাই নয় তিনি এও জানান উল্টোদিকের ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার মতে এটি একটি চক্র যারা তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।
তবে এই মুহূর্তে ক্লিপটি পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিজেপি নেতাদের বক্তব্য, এই ক্লিপ সত্য প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে সুবীর নাগের বিরুদ্ধে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, দলের একজন পুরনো নেতার এই গলা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই এ বিষয়ে মুখ খুলেছে তৃণমূলও। হুগলি জেলার সভাপতি দিলীপ যাদবের বক্তব্য, এই অডিও ক্লিপ প্রমাণ করে সেদিনের বিক্ষোভের পিছনে তৃণমূলের কোন হাত ছিল না।