‘কোনও খেলা হবে না’! ‘গায়ে হাত দিলেই পাল্টা ট্রিটমেন্ট’! সাফ হুঁশিয়ারি লকেটের

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। আজ রাজ্যের ৭টি আসনে নির্বাচন চলছে। এর মধ্যে অন্যতম হল হুগলি। একদা তৃণমূলের ‘ঘাঁটি’ থাকলেও, গত নির্বাচনে এখানে পদ্ম ফুটিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। চব্বিশের ভোটেও তাঁর ওপর আস্থা রেখেছে বিজেপি শিবির। অন্যদিকে তৃণমূল দাঁড় করিয়েছে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee)। জয়ের ব্যাপারে দু’জনের গলাতেই শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। ভোটের দিন সকালেই যেমন মাঠে নেমে পড়লেন লকেট।

সোমবার সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন হুগলির (Hooghly) বিজেপি প্রার্থী। ভোটের দিন একেবারে ঝাঁঝালো সুরে আক্রমণ করেন তৃণমূলকে। আইপ্যাকের ছেলেরা টাকার থলে নিয়ে হুগলিতে ঢুকে পড়েছে বলে দাবিও করেন তিনি। সেই সঙ্গেই গায়ে হাত দিলে ‘ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

   

হুগলির পদ্ম প্রার্থীর (BJP) দাবি, নির্বাচনের আগের রাতেই আইপ্যাকের ২০ জন লোক টাকা নিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে ঢুকে পড়েছে। সরাসরি হোটেলের নাম নিয়েই দাবি করেন, সেখান থেকে নানান জায়গায় আইপ্যাকের লোকজন ছড়িয়ে পড়ছে। টাকার থলে হাতে নানান জায়গায় যাচ্ছে।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র হাতে রামকৃষ্ণ মিশনে ঢুকে পড়ল দুষ্কৃতীরা! তারপর যা হল … চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে!

লকেটের কথায়, ‘আজকের দিনে ওঁরা নানানভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওঁদের হাতে আসলে আর কিছু নেই’। এরপর তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিয়ে পদ্ম প্রার্থী বলেন, ‘কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত দিলেও ব্যবস্থা নেওয়া হবে’।

পঞ্চম দফায় আজ রাজ্যের ৩ জেলার ৭টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। এর মধ্যে হুগলি জেলার তিনটি আসনে ভোট রয়েছে আজ। হুগলির পাশাপাশি শ্রীরামপুর এবং আরামবাগেও ভোটগ্রহণ চলছে। তৃণমূল, বিজেপি নাকি সিপিএম, কংগ্রেস, কোন দল বাজিমাত করল তা জানা যাবে আগামী ৪ জুন।

Locket Chatterjee

এদিকে ভোটের দিন সকাল থেকেই হুগলির নানান অঞ্চল থেকে বিক্ষিপ্ত হিংসার খবর সামনে আসছে। আরামবাগের খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। রাতে তৃণমূলের বাইক বাহিনী গ্রামে দাপিয়ে বেরিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা সহ আরও কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর আক্রমণ করা হয়। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর