‘একহাঁড়ি দই পাঠাব’! সাংসদ হয়েই লকেটকে ‘গিফট’ পাঠাবেন রচনা, ঘোষণা TMC নেত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ হুগলিতে এবার মুখোমুখি হয়েছিলেন টলিউডের দুই অভিনেত্রী। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, দুই হেভিওয়েটের লড়াই ছিল এই আসনে। শেষ হাসি কে হাসবেন তা দেখার জন্য মুখিয়ে ছিল রাজ্যবাসী। মঙ্গলবার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় রচনার নাম। BJP প্রার্থীকে ৭০ হাজারেরও অধিক ভোটে পরাজিত করেছেন ‘দিদি নম্বর ওয়ান’।

২০১৯ লোকসভা ভোটে এই হুগলি (Hooghly) কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন লকেট (Locket Chatterjee)। এবারও তাঁর ওপর আস্থা রেখেছিল গেরুয়া শিবির। তবে তাঁকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন রচনা। দাপুটে নেত্রী লকেটের বিরুদ্ধে এই লড়াই মোটেই সহজ ছিল না। তবে ফের হুগলিতে ঘাসফুল ফুটিয়ে এখন তৃপ্তির হাসি TMC নেত্রীর মুখে। তবে এখনও যে তিনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী, তা প্রমাণ করে দিলেন রচনা।

ভোট প্রচারের সময় সিঙ্গুরের দইয়ের (Curd) তারিফ করে লকেটের থেকে খোঁচা খেয়েছিলেন রচনা। ভোটে জেতার পর BJP নেত্রীকে একহাঁড়ি দই পাঠাবেন বলে জানালেন তিনি। ভোটে দুর্দান্ত রেজাল্টের পর বুধবার চুঁচুড়ার ওলাইচণ্ডীতলা মন্দিরে এসেছিলেন হুগলির নবনির্বাচিত সাংসদ। কয়েকদিন আগে শাশুড়ি প্রয়াত হওয়ায় পুজো না দিয়ে পারলেও দূর থেকে মায়ের দর্শন করেন ‘দিদি নম্বর ওয়ান’।

আরও পড়ুনঃ সিপিএমের ২৩ প্রার্থীর মধ্যে ২১ জনেরই জামানত জব্দ! কয়েক লক্ষ জলে গেল বামেদের

মন্দির থেকে বেরিয়েই মুখ খোলেন রচনা। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে যারা মিমের পাহাড় তৈরি করেছিলেন, তাঁদের ধন্যবাদ জানান TMC নেত্রী। তাঁর কথায়, ওরা আমার প্রচুর পাবলিসিটি দিল। একইসঙ্গে এও বলেন, তিনি হুগলির ‘দিদি নম্বর ওয়ান’ হলেও আসল ‘দিদি নম্বর ওয়ান’ কিন্তু একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

কোনও কেন্দ্রে যদি তারকা সাংসদ কিংবা বিধায়ক থাকেন, তাহলে নাকি সেখানে কাজ হয় না! এই ‘অভিযোগ’ বহুদিনের। এই বিষয়ে রচনার সপাট জবাব, ‘এবার দেখুন তারকা সাংসদরা কী কাজ করে। হুগলিবাসীর জন্য প্রচুর কাজ করব’।

Rachana Banerjee Locket Chatterjee

উল্লেখ্য, এবারের ভোটে প্রার্থী হওয়ার পর থেকে হুগলির মাটি আঁকড়ে পড়েছিলেন রচনা। কখনও পায়ে হেঁটে প্রচার, কখনও আবার গাড়িতে চেপে রোড শো করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে হুগলির সদ্য প্রাক্তন সাংসদ লকেটের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ ছিল, গত লোকসভা ভোটে জেতার পর আর সেভাবে দেখা যায়নি তাঁকে। পঞ্চায়েত ভোটের সময় প্রচারে এসেও ক্ষোভের মুখে পড়েছিলেন BJP নেত্রী। এছাড়াও গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ভূমিকাও অনেকখানি রয়েছে বলে জানা যাচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর