বাংলা হান্ট ডেস্কঃ সোমবার স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। হুগলির জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল (TMC) প্রার্থী। বেরিয়ে বলেন, ‘জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। ভীষণ উচ্ছ্বসিত’। এদিকে তাঁর স্বামী প্রবাল বসু বলেন, ‘রচনা এমনিতেই একজন সফল ব্যক্তিত্ব। যে পেশায় গিয়েছে সেখানেই সফল হয়েছে। এত বছর যখন সাফল্য পেয়েছে, এখানেও সাফল্য পাবে’।
গতকাল মনোনয়ন জমা করার সঙ্গেই নিয়মমাফিক নিজের জমা খরচের হিসেবও জমা করেছেন রচনা। সেখানে দেখা গিয়েছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ (Rachana Banerjee Net Worth)। হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকার রোজগার ছিল ৩,১১,২২,০৮০ টাকা। অন্যদিকে তাঁর স্বামীর আয় ছিল ২,৩৯,২৪০ টাকা।
রচনা হলফনামায় দেখিয়েছেন, তাঁর ওপর নির্ভরশীল প্রনীল বসু। কিন্তু তাঁরা রোজগেরে নন। গতকাল হলফনামা জমা করার সময় রচনার কাছে নগদ ছিল দেড় লাখ মতো, অপরদিকে স্বামী প্রবালের কাছে ছিল ৫০ হাজার টাকা।
আরও পড়ুনঃ ছবি তুলেও মুছে ফেলা হল! কাকে পাঠানো হয়েছে সেই ছবি? রাজারামকে নিয়ে বিস্ফোরক সব তথ্য
একটা সময় নায়িকা হিসেবে টলিউড কাঁপিয়েছেন, বর্তমানে ছোটপর্দায় রাজত্ব করছেন। স্বাভাবিকভাবেই এত বছর ভালো টাকা-পয়সা জমিয়েছেন রচনা। সম্পত্তির হিসেব বলছে, তাঁর ৪টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেটির ব্যালেন্স ৭৫ লক্ষ ২৫ হাজার টাকার কাছাকাছি। এছাড়াও অভিনেত্রী ৩টি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে রচনা ক্রিয়েশনের অ্যাকাউন্টে ২১ লক্ষের বেশি ব্যালেন্স রয়েছে।
এগুলির পাশাপাশি অসংখ্য মিউচুয়াল ফান্ড, ইক্যুইটি শেয়ার, বন্ডে বিনিয়োগ করেছেন হুগলির জোড়াফুল প্রার্থী। পিপিএফ, পোস্ট অফিসেও টাকা জমিয়েছেন তিনি। সেই সঙ্গেই জীবন বীমাতেও বিনিয়োগ রয়েছে রচনা। সব মিলিয়ে ‘দিদি নম্বর ওয়ানে’র অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা।
রচনার স্থাবর সম্পত্তির কথা বলা হলে, তাঁর দু’টি জমি এবং ৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে। অভিনেত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা। তৃণমূল প্রার্থীর দু’টি লাখ টাকা মূল্যের গাড়ি এবং তাঁর স্বামীর একটি গাড়ি রয়েছে। সেই সঙ্গেই অভিনেত্রীর প্রায় ৪৮ লক্ষ টাকার গয়না এবং স্বামী প্রবালের ৫ লক্ষ টাকার গয়না রয়েছে। কোনও ব্যাঙ্ক ঋণ নেই ‘দিদি নম্বর ওয়ানে’র।