হুগলিতে জোর টক্কর! ‘ওপরওয়ালারও হাত রয়েছে, যা হবে …’, মুখ খুললেন তৃণমূল প্রার্থী রচনা

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ‘দিদি নম্বর ওয়ান’ হিসেবে বাংলার ঘরে ঘরে পরিচিতি তাঁর। তবে এবার টিভির পর্দা থেকে বেরিয়ে সরাসরি জনতার দরবারে হাজির হয়েছেন তিনি। দু’মাস হুগলির (Hooghly) মাটি আঁকড়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার ফলাফল প্রকাশের পালা (Lok Sabha Election Result 2024)।

ভোট গণনার আগের দিন রাতে হুগলির নানান গণনাকেন্দ্র ঘুরে দেখেন রচনা। গণনাকেন্দ্র পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন TMC প্রার্থী। ‘দিদি নম্বর ওয়ান’ বলেন, ‘ভোটবাক্স কথা বলবে। আর কিছুটা ওপরওয়ালারও হাত রয়েছে’।

গত মার্চ মাসে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে কোমর বেঁধে ভোট প্রচারে নেমে পড়েছিলেন রচনা। তারকা তকমা মুছে রীতিমতো মাঠে ময়দানে নেমে প্রচার করতে দেখা যায় তাঁকে। রুপোলি পর্দার নায়িকাকে দেখার জন্য উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। তবে তাঁদের মধ্যে কতজন তাঁকে ভোট দিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত নন TMC প্রার্থী।

আরও পড়ুনঃ ‘অভিশাপ অভিষেক দূর হটো’! গণনার দিন ধর্নায় বসলেন BJP প্রার্থী অভিজিৎ, ধুন্ধুমার ডায়মন্ড হারবার

রচনা বলেন, ‘মানুষ কাতারে কাতারে ভিড় করেছিলেন। তবে তাঁরা ভোটবাক্সে ভোট দিয়েছেন কিনা সেটা আগামীকাল (মঙ্গলবার) বুঝতে পারব। এখনও সেটা বুঝতে পারছি না। তাঁরা ভালোবাসেন বলে রাস্তায় জড়ো হয়েছিলেন। তবে তাঁদের মধ্যে কতজন TMC, কতজন BJP কিংবা কতজন CPM সেটা তো কেউ জানি না। ভোটবাক্সে কোন ভোটার কোন বোতাম টিপেছেন, সেটা আমরা কেউ জানি না’।

rachana banerjee locket chatterjee

আজ সকাল থেকেই দেখা যাচ্ছে, হুগলিতে জোর টক্কর হচ্ছে। কখনও এগিয়ে যাচ্ছেন রচনা, কখনও আবার টেক্কা দিচ্ছেন লকেট। তবে ফলাফল যাই হোক না কেন তা হাসি মুখে মেনে নেবেন বলে গতকাল জানিয়েছেন TMC প্রার্থী। রচনা বলেন, ‘যা হবে, আমি সেটাই হাসি মুখে মেনে নেব। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর