ভোটের আগে উলটপুরাণ! রচনার গলায় লকেটের গুণগান! TMC প্রার্থী বললেন, ‘এখনও মুখোমুখি বসলে…’

বাংলা হান্ট ডেস্কঃ শুধুমাত্র সহকর্মী নয়, তাঁদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং  লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তবে এবার টলিপাড়ার এই দুই দাপুটে অভিনেত্রীই মুখোমুখি হচ্ছেন ভোট ময়দানে। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা, অপরদিকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন লকেট। ভোটের আবহে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। তবে বুধবার খানিক স্মৃতিমেদুর হয়ে পড়লেন ‘দিদি নম্বর ওয়ান’। লকেটের সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের কথা ভাগ করে নিলেন তিনি।

গতকাল হুগলির (Hooghly) চুঁচুড়ায় প্রচারে এসেছিলেন রচনা। তার ফাঁকেই পুরনো বন্ধুত্বের কথা মনে করেন তৃণমূল (TMC) প্রার্থী। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লকেট প্রসঙ্গে রচনা বলেন, ‘আমাদের অনেক ভালো স্মৃতি রয়েছে। আমি ওই ভাবেই ওঁকে দেখতে চাই’। রচনার উদ্দেশে পাল্টা বার্তা দিয়েছেন বিজেপি (BJP) প্রার্থীও।

এদিন  লকেট সম্বন্ধে রচনা বলেন, ‘আমরা দু’জন একসঙ্গে অনেক ভালো সিনেমা করেছি। এখনও যদি আমরা মুখোমুখি বসে তাহলে গল্প গল্প করতে গোটা রাত কেটে যাবে, তাও আমাদের গল্প শেষ হবে না। আমাদের বন্ডিং ভীষণ ভালো ছিল। আমরা যখন অভিনয় করতাম, তখন আউটডোর শ্যুটিং থাকলে আমরা একসঙ্গে থাকতাম’।

আরও পড়ুনঃ ‘CBI তদন্ত হলে খুব ভালো হবে’! সন্দেশখালি কাণ্ডে হাই কোর্টের রায়কে স্বাগত খোদ শাহজাহানের!

হুগলির জোড়াফুল প্রার্থী জানান, তাঁদের একটা ‘দল’ ছিল। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, তিনি এবং লকেট। শ্যুটিং শেষে তাঁদের জমাটি আড্ডা হতো। প্রসেনজিতের হারমোনিয়ামের সুর, তাঁর বাজানো তবলা আর লকেটের গানে মাঝেমধ্যেই জমে উঠতো সেই আসর। রচনা বলেন, ‘স্মৃতিগুলো ভীষণ ভালো ছিল। ওই স্মৃতির মাধ্যমেই আমি লকেটকে মনে রাখতে চাই’।

এদিকে লকেট বলেন, তাঁরা যখন সহকর্মী ছিলেন, তখন তিনি রচনাকে ‘তুমি’ বলে সম্বোধন করতেন। অপরদিকে রচনা তাঁকে ‘তুই’ করে বলতেন। কাজের বাইরেও একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের। পদ্ম প্রার্থী বলেন, ‘আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে। ব্যক্তিগত সম্পর্কের আঁচ যেন রাজনীতিতে না এসে পড়ে’।

rachana banerjee locket chatterjee 2

অভিনয় কেরিয়ার এবং বয়সের দিক থেকে রচনা লকেটের সিনিয়র। তবে রাজনীতির আঙিনায় বিজেপি নেত্রীর অভিজ্ঞতা বেশি। এদিন তৃণমূল প্রার্থীকে টিপসও বিজেপি নেত্রী। লকেট বলেন, ‘মানুষের জন্য কাজ করা সহজ নয়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর