বাংলা হান্ট ডেস্কঃ অভিনয় এবং রাজনীতি, দুই দুনিয়ারই অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। চব্বিশের লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে হুগলির সাংসদ। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শ্যুটিং ও সাংসদ হিসেবে নিজের দায়িত্ব, দুই-ই দক্ষতার সঙ্গে পালন করছেন। এবার যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর নিয়ে মুখ খুললেন তিনি।
মমতার লন্ডন সফর নিয়ে কী বললেন রচনা (Rachana Banerjee)?
শনিবার রাতেই কলকাতা থেকে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুবাই বিমানবন্দর হয়ে আজ দুপুর ১২:৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) লন্ডন পৌঁছন তিনি। এদিন হুগলির পোলবার পাউনানে একটি রক্তদান শিবিরে যোগ দিতে এসে মমতার লন্ডন সফর সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ রচনা।
অভিনয় থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন অনেকে। উদাহরণ হিসেবে যেমন ঘাটালের তৃণমূল সাংসদ দেবের কথা বলা যায়। রাজনীতিক হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে সিনেমা করছেন তিনি। তবে ব্যতিক্রম রচনা (Rachana Banerjee)। বর্তমানে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনা করলেও, বহু বছর হয়ে গেল বড়পর্দায় দেখা যায় না তাঁকে।
আরও পড়ুনঃ নিজের জমি নেই! এদিকে অ্যাকাউন্টে ঢুকেছে আবাস যোজনার ৬০,০০০ টাকা! তারপর যা হল…
এদিন রক্তদান শিবিরে যোগ দিতে এসে সিনেমায় ফেরা সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন তৃণমূল (TMC) সাংসদ। জবাবে বলেন, এখন তাঁর হাতে সময় নেই। তবে ভবিষ্যতে কী হবে সেটা তিনি এখনই বলতে পারছেন না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়েও মুখ খোলেন তিনি।
রচনা (Rachana Banerjee) বলেন, ‘দিদি যখন গিয়েছেন, তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। ফিঙ্গারস ক্রসড। আমরা ইতিবাচক জিনিসে বিশ্বাস করি’।
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত কয়েকদিন ধরে লাগাতার হিন্দুত্বের প্রচার করছে বিজেপি। সেই বিষয়েও মুখ খোলেন রচনা। পদ্ম শিবিরকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘আমরা বলি, সবার উপরে মানুষ সত্য। তার উপরে কিছু নেই। রক্তের কোনও ধর্ম হয় না। যারা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন, তাঁদের কি ধর্ম দেখা হচ্ছে? বিজেপির কাছে কোনও দিনই কোনও ইস্যু ছিল না। এখনও নেই, আগামী দিনেও থাকবে না’।