বাংলা হান্ট ডেস্কঃ ছুটির দিন রাতে পুনে নাভাল ব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নাভালে ব্রিজ থেকে নামার পথে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ খুইয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। অন্যদিকে ধাক্কা লাগায় ওই গাড়িটিও সামনের গাড়িতে ধাক্কা মারে। এভাবে পরপর দাঁড়িয়ে থাকা ৪৮টি গাড়িতে ধাক্কা লাগে এই ভয়ঙ্কর দুর্ঘটনায়।
স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের আশেপাশের কয়েকটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ভয়ঙ্কর এই গাড়ির সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৪৮টি গাড়ি।
নাভালে ব্রিজ থেকে নামার সময়ে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। অন্যদিকে ধাক্কা লাগায় ওই গাড়িটিও সামনের দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে।ঠিক এইভাবেই পরপর দাঁড়িয়ে থাকা ৪৮টি গাড়ি এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে , দুর্ঘটনার কিছুসময় পূর্বে একটি ট্যাঙ্কার থেকে রাস্তায় তেল নিঃসৃত হচ্ছিল,ফলে রাস্তা আগে থেকেই পিছল হয়ে গিয়েছিল। গাড়িগুলিও সেই কারণেই কিছুটা ধীর গতিতে চলাচল করছিল। রাস্তায় পড়ে থাকা সেই তেলের কারণেই দুর্ঘটনার প্রারম্ভ হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
পুনের এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সড়ক দুর্ঘটনার জেরে মুম্বইগামী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে, তবে স্বস্তি জাগিয়ে এখনো প্রানহানির কোনোরূপ খবর নেই।