বাংলা হান্ট ডেস্কঃ মালদহের মানিকচক থেকে ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে যে, সেখানে গঙ্গার ঘাটে লঞ্চ ডুবে যাওয়ায় ২২ জন যাত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। ১০ টি পণ্য বোঝাই লরি নিয়ে যাচ্ছিল লঞ্চটি, সেগুলোও গঙ্গায় তলিয়ে গিয়েছে। আজ রাত সাতটা তিরিশ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকার মানুষ একে একে মানিকচক ঘাটে ভিড় জমাতে থাকে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছায়। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়া। নিখোঁজদের তল্লাশি এবং উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
এখনও পর্যন্ত ১০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের কর্তারা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।