তেলেঙ্গানার শ্রীশৈলম বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড, ৯ জন ব্যাক্তি আটকে থাকার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল রাতে এক ভয়াবহ বিস্ফোরণের সম্মুখীন হয় তেলেঙ্গানার (Telangana) জলবিদ্যুৎ কেন্দ্র। শ্রীশৈলম (Srisailam) বাঁধের পাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা ১৭ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করতে পারলেও আটকে পড়ে আছেন ৯ জন কর্মী।

new 92

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই মাটির নীচে থাকা অন্ধ্রপ্রদেশ সীমান্ত লাগোয়া তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে আগুন লেগে যায়। ইতিমধ্যেই  কুর্নুলের আত্মকুর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধ কালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু করেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার সময় তেলেঙ্গানা স্টেট পাওয়ার জেনারেশন কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা রুটিন পর্যবেক্ষণের জন্য সেখানে উপস্থিত ছিলেন। মাটির নিচের এই জলবিদ্যুৎ কেন্দ্রে  ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬টি পাওয়ার জেনারেটর আছে। তাঁর মধ্যেকার চার নম্বর প্যানেলে আগন লেগে যায়। ইঞ্জিনিয়াররা আগুন নেভানোর চেষ্টা করলেও, কারেন্ট চলে যাওয়ায় কোন লাভ হয়নি।

আগুন লাগার ফলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। তবে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় ইতিমধ্যেই ৯ জন ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার কার্য চলছে।


Smita Hari

সম্পর্কিত খবর