রোগীর পরিবার থেকে ১ টাকা বেশি নিয়েই বিপদ, চাকরি খোয়ালেন হাসপাতালের কর্মী!

বাংলা হান্ট ডেস্ক : একেই আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। ৪০ দিন পার হয়ে গিয়েছে তবে এখনো তার কোনো সুবিচার পাওয়া যায়নি। আর এরই মাঝে উঠে এলো এক অবাক করা ঘটনা। মাত্র ১ টাকা বেশি নিয়েছিলেন হাসপাতালের (Hospital) কর্মী। আর তাতেই চাকরি হারা হতে হলো তাকে। বিষয়টি শুনতে অবাক লাগলেও একথাই সত্যি।

১ টাকা বেশি নিয়ে চাকরি হারালেন হাসপাতাল (Hospital) কর্মী!

সরকারি স্বাস্থ্য কেন্দ্রে (Hospital) নির্ধারিত মূল্য এক টাকার পরিবর্তে রোগীদের থেকে দু টাকা নেয়। আর ঠিক এই অপরাধেই শাস্তি পেলেন এক কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা যায়, চলতি সপ্তাহের সোমবার হঠাৎ করেই জগদৌরের এক হেলথ সেন্টারে পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক প্রেম সাগর প্যাটেল। আর পরিদর্শনে এসে দেখেন স্বাস্থ্য কেন্দ্রের (Hospital) এমন অবস্থা।

   

এই বিষয়ে প্রেম সাগর প্যাটেল জানান, স্বাস্থ্য পরিষেবা নিয়ে সম্প্রতি বেনিয়মের অভিযোগ ওঠেছে। সেই সাথে বাড়তি টাকা নেওয়ারও অভিযোগ আসে। সেই খবর পেয়েই এখানে পরিদর্শনে আসা। আর পরিদর্শনে এসে তিনি দেখতে পান, সেই অভিযুক্ত সরকারি কর্মচারী প্রেসক্রিপশনের জন্য রোগীদের কাছ থেকে ১ টাকা অতিরিক্ত দাবি করছেন।

আরও পড়ুন : অদ্ভুত কাণ্ড! ৫০০ বছর হয়ে গেলো, তবুও এই একটি বই পড়ার ক্ষমতা কারোর হয়নি! বই জুড়েই রহস্য

আর তা দেখে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে বরখাস্তের নির্দেশ দেন বিধায়ক। সেই ভিডিওইসমাজ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, বিধায়ক জিজ্ঞেস করছেন, কিসের ভিত্তিতে রোগীদের কাছ থেকে ১ টাকা বেশি নেওয়া হয়? জবরদস্তি দেখাচ্ছে নাকি। সেইসাথে তিনি আরো বলেন, এই জনতাই তার এমন অপরাধের বিচার করে দেবে।

 

 

View this post on Instagram

 

A post shared by NeuzBoy (@neuzboymedia)

এমনকি এই ভিডিওএর মাধ্যমে জানা যায়, প্রসবের সময়ও সরকারি সাহায্য পেতে দেরি হয় এক পরিবারের। আর এমন অভিযোগ শুনে তিনি বলেন, জনতা বিরক্ত করা বন্ধ করতে। সেই সাথে অভিযুক্তকে বরখাস্ত করেন। সমাজ মাধ্যমে এই ভিডিও আসার পর থেকেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বলে সূত্রের খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর