৬০৫ বেডের হাসপাতাল,মেডিকেল কলেজ তৈরি হচ্ছে কলকাতায়! লারসেনকে ১০০০ কোটি টাকার বরাত

বাংলাহান্ট ডেস্ক : লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড কলকাতায় (Kolkata) নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল (Medical College and Hospital) তৈরির বরাত পেল। ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো শুক্রবার জানিয়েছে, তারা একাধিক বরাত লাভ করেছে। লারসেন এই বরাতকে চিহ্নিত করেছে ‘উল্লেখ্যযোগ্য’ হিসেবে।

কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস লারসেন অ্যান্ড টুব্রোকে কলকাতার রাজারহাট এলাকায় বিশাল অঞ্চলজুড়ে নতুন এই মেডিকেল ক্যাম্পাস তৈরির বরাত দিয়েছে। এই মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকবে ৬০৫ টি বেড। আলাদা মেডিকেল কলেজ হাসপাতালের সাথেই নির্মাণ করা হবে। এই মেডিকেল কলেজের আসন সংখ্যা হতে পারে ১০৫টি।

   

আরোও পড়ুন : আর আসবে না বিদ্যুৎ বিল! সরকারি চাকরি না করলে এবার সহজে পেয়ে যাবেন এই সুবিধা

এছাড়াও পড়ুয়াদের থাকার জন্য তৈরি করা হবে একটি হোস্টেল। লারসেন অ্যান্ড টুব্রো এই সমগ্র কাজ দুদফায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার আশা পুরো কাজ ৬০ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ রাজারহাটে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের মেডিকেল কলেজ এবং হাসপাতাল সম্পূর্ণভাবে তৈরি হতে ২০২৯ সাল লেগে যাবে। লারসেনেকে কত টাকার বরাত দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

hospital 1

 

তবে লারসেন শ্রেণিবিন্যাস করে যে বরাতের অংক করেছে, তাতে ‘উল্লেখ্যযোগ্য’ বলা হয় সেইসব বরাতকে যেসব বরাতের মূল্য ১ হাজার কোটি থেকে ২৫০০ কোটি টাকার মধ্যে। অর্থাৎ ধরা যেতে পারে এক্ষেত্রেও সংস্থা এক হাজার কোটি টাকার উপরে বরাত পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩,৯৮৭ কোটি টাকা মুনাফা বৃদ্ধি পেয়েছিল লারসেন অ্যান্ড টুব্রোর। আগেরবারের থেকে চলতি অর্থবছরে ১০% বেশি বরাত পাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর