এবার বিনা পরীক্ষায় কেন্দ্রের চাকরি পেলেন লাস্যময়ী ‘হট গার্ল’! কে এই মুর্শিদাবাদের ‘কন্যা’?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে একের পর এক দুর্নীতির ইস্যুতে নাজেহাল রাজ্য। এরই মধ্যে এবার আরেক ঘটনা সামনে। কোনো পরীক্ষা না দিয়েই কেন্দ্রীয় সরকারের (Central Government) ডাক বিভাগের চাকরি (Job) পেয়ে গেলেন মুর্শিদাবাদের এক ‘কন্যা’। মেধা তালিকায় ‘হট গার্ল’ (Hot Girl) বলেই নাম রয়েছে তার। কে এই প্রার্থী! তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল।

ঘটনাটি কী? মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর এলাকার বাসিন্দা তিনি। নাম ‘হট গার্ল’। দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।মেধাতালিকায় ১,৫৩৯ নম্বরে নাম এসেছে সেই নারীর। অর্থাৎ চাকরি একেবারে হাতের নাগালে। কারণ কেন্দ্রীয় সরকারের এই নিয়োগে শুধুমাত্র মেধাতালিকায় কোনও প্রার্থী জায়গা করে নিতে পারলেই চাকরি মোটামুটি ফাইনাল। দ্বিতীয় ধাপে নথি-সহ তথ্য যাচাই পক্রিয়া সম্পূর্ণ হলেই চাকরি পাকা।

   

পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে প্রায় ৪০ হাজার নিয়োগের কথা জানিয়ে গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় সরকার। যার জন্য এ রাজ্য পশ্চিমবঙ্গে শূন্যপদে প্রায় দুই হাজার জনের নিয়োগের কথা ঘোষণা করা হয়। জানিয়ে রাখি, এই চাকরিতে নিয়োগ হয় মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর। সেই নম্বর দেখেই যাচাই হয় যোগ্যতা। রাজ্য থেকে বহু প্রার্থী এই পদে চাকরির জন্য আবেদন করেন। সম্প্রতি প্রকাশ হয় নিয়োগের মেধাতালিকা। আর তা দেখেই চোখ কপালে ওঠার জোগাড়।

hot girl pic

দেখা যাচ্ছে সেখানে অনেক প্রার্থীই মাধ্যমিকে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। তো স্বাভাবিকভাবেই তাঁদেই নাম মেধা তালিকায় উঠে এসেছে। ৭০০ নম্বরের পরীক্ষায় ৭০০ পাওয়া এমনই এক জন হলেন মুর্শিদাবাদের ‘হট গার্ল’। মেধাতালিকা অনুসারে সেই নারী মুর্শিদাবাদের রানিনগর বিভাগে আবেদন করেছেন। চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ বিভাগে তথ্য যাচাইয়ের জন্য তাকে ডাক পাঠানো হয়েছে। এবার চাকরি হাতে পেয়ে তা গ্রহণ করতে ‘হট গার্ল’ পৌঁছয় কী না সেটাই দেখার।

তবে শুধু ‘হট গার্ল’ নয়, ১০০ শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে আরও অনেকে। পোস্ট অফিস সূত্রে খবর, এই সব প্রার্থীদের তথ্য ভুল বলেই ধরা হয়। যে হেতু আবেদনের সময় তথ্য পরীক্ষার কোনো সুযোগ থাকে না তাই শুধুমাত্র মেধা তালিকায় জায়গা করে নিতে এসব করেন অনেকে। তবে তালিকায় নাম এলেও সমস্ত তথ্য নথি ভালো মতো যাচাই করেই চাকরি দেওয়া হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর