বিকিনি পরে হট ছবি পোস্ট মধুমিতার, তাঁর মোহময়ী রূপে মুগ্ধ নেটিজেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টলিউড (Tollywood)  ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, সর্বত্রই চলছে তাঁর রাজত্ব। ছোট পর্দার হাত ধরে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টলিপাড়ার সফল অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। তবে হাজারো ব্যস্ততা থাকলেও নিজের জন্য একটু সময় বের করে ঘুরতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় মধুমিতা সরকার। তাঁর ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। অনুরাগীদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন একগুচ্ছ ছবি। এবারও হলনা তার অন্যথা।

Madhumita Sarcar

প্লেনে চরা থেকে শুরু করে খাওয়া-দাওয়া। প্রতিটা মুহূর্তের ভিডিও তিনি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। তবে এবার একেবারে মোহময়ী রূপে দেখা গেল তাঁকে। বিকিনি পরে জলকেলি করতে দেখা গেল অভিনেত্রীকে। কখন কালো বিকিনি তো কখন আবার সাদা বিকিনি পরে হট অবতারে অনুরাগীদের সামনে ধরা দিলেন মধুমিতা। আবার কখনও তাঁকে দেখা গেল সুইমিং করতে। প্রিয় অভিনেত্রীকে এভাবে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। বইছে কমেন্টের বন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

একজন লিখেছেন, ‘এভাবে প্রতিটা মুহূর্তের আপডেট দিতে থেকো’। অন্য আরেকজন লিখেছেন, ‘আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আপনি কতটা আনন্দে আছেন’। অনেকেই আবার জানতে চেয়েছেন কোথায় ঘুরতে গেছেন তিনি। যদিও সেই উত্তর পাওয়া গেছে অভিনেত্রীর পোস্টেই। জানা যাচ্ছে, ছুটি কাটাতে গোয়া উড়ে গেছেন মধুমিতা।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মধুমিতা সরকার অভিনীত ছবি ‘দিলখুশ’। বর্তমানে একগুচ্ছ কাজ রয়েছে তাঁর হাতে। খুব শীঘ্রই শুরু হবে ‘চিনি ২’ ছবির শুটিং। যদিও পরিচালক মৈনাক ভৌমিকের কথায় ‘চিনি’-র সিক্যুয়েল হবে না এই ছবি। বরং দেখা যাবে একেবারেই অন্যরকম গল্প। এছাড়াও শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি দক্ষিণী ছবিতেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

X