OMG! এত্ত টাকা! মহাকুম্ভ মেলায় ১ রাতের যা হোটেল ভাড়া…. শুনলে পিলে চমকে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সেজে উঠেছে মহাকুম্ভ মেলা উপলক্ষে। মহাকুম্ভ (Maha Kumbh) উপলক্ষে হোটেল ও ধর্মশালাগুলির ভাড়াও বাড়ছে তরতরিয়ে। পুণ্য স্নান উপলক্ষে হোটেল ও ধর্মশালাগুলিতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। দেশ-বিদেশ থেকে অনলাইন বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় হোটেল ভাড়া

যদিও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পর্যটন দফতরের তরফ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া নিয়ে সতর্ক করা হয়েছে হোটেলগুলিকে। একটি হিসাব বলছে, প্রয়াগরাজে প্রায় ২১৮টি হোটেল, ২০৪টি গেস্ট হাউস এবং ধর্মশালা রয়েছে। প্রতিটি জায়গাতেই তিলতিল করছে অতিথিদের ভিড়। সূত্রের খবর, সবথেকে বেশি হোটেল ভাড়া বেড়েছে জানুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে।

Hotel fare in maha Kumbh

আগে যে হোটেলগুলির (Hotel) ভাড়া (Fare) প্রতিদিন পিছু ৭-৮ হাজার টাকা ছিল, সেই হোটেলগুলিতে থাকতে এখন পুণ্যার্থীদের খরচ করতে হচ্ছে দিন পিছু প্রায় ৪৫ হাজার টাকা। আগামী ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’ উপলক্ষে হবে সবথেকে বড় মহা স্নান। সেদিনই সবথেকে বেশি হোটেল ভাড়া। মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় আসতে চলেছেন প্রচুর পরিমাণ বিদেশী পর্যটক।

আরোও পড়ুন : রাইয়ের জীবনে ঝড়, এদিকে দোলা লাগল স্রোতের মনে, বাস্তবেও প্রেম করছেন ‘মিঠিঝোরা’ নায়ক-নায়িকা!

তাদের প্রায় সবাই অগ্রিম বুকিং করে রেখেছেন হোটেলগুলিতে। শহরের বিলাসবহুল হোটেলগুলিতে আগে দিন পিছু ৬-১৩০০০ টাকায় ঘর পাওয়া যেত। তবে সেগুলির ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন পিছু ৩০-৪৫০০০ টাকায়। অপেক্ষাকৃত সস্তার হোটেলে ঘর নিলে আপনাকে প্রতিদিন খরচ করতে হবে প্রায় ১৫-২৫০০০ হাজার টাকা মতো।

Hotel fare in maha Kumbh

পাশাপাশি সাধারণ সময়ের থেকে ২-৩০০০ টাকা ভাড়া বেড়েছে (Price Hike) গেস্ট হাউসগুলির। এছাড়াও মেলা উপলক্ষে তৈরি করা হয়েছে কলোনি ও ক্যাম্প। মেলায় একাধিক সুযোগসুবিধাসহ আগত পুণ্যার্থীদের জন্য তৈরি করা হয়েছে ৩ টি তাঁবু কলোনি। ক্যাম্পের সংখ্যা প্রায় ৩ হাজার। আরামদায়ক বেড, আধুনিক মানের শৌচালয়, আসবাব সহ একাধিক সুবিধা রয়েছে এই ক্যাম্পগুলিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর