বাংলাদেশীদের বুকিংয়ে না! বিশ্বকাপ শেষে দার্জিলিংয়ের হোটেলের সিদ্ধান্ত শুনে আক্রমণ সেদেশের ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হারের পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ভক্তদের হৃদয় ভঙ্গ হয়েছে। কিন্তু ভারতের এই হারের পর উগ্র উল্লাসে মেতে উঠেছিলেন প্রতিবেশী বাংলাদেশের (Bangladesh Cricket Team) ভক্তরা। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে নোংরা মন্তব্য ছুড়ে দেন সেই দেশের তথাকথিত ক্রিকেটপ্রেমী মানুষরা। অবশ্যই তাদেরকে দিয়ে সম্পূর্ণ বাংলাদেশের জনগণদের বিচার করা কখনোই উচিত হবে না। কিন্তু মূলত সেই উগ্র সমর্থকদের কারণে এবার একটি চরম সিদ্ধান্ত নিয়েছিল দার্জিলিংয়ের (Darjeeling) হোটেল রয়োপোরাস তক্তসঙ্গ (Royoporus Taktsang)।

নিষিদ্ধ বাংলাদেশের পর্যটক:

দার্জিলিং এর এই হোটেলটি সরাসরি জানিয়ে দেয় যে অনির্দিষ্টকালের জন্য তাদের তরফ থেকে কোনও বাংলাদেশের পর্যটকদের বুকিং নেওয়া হবে না। এই সিদ্ধান্তটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলেছেন যে শুধুমাত্র কিছু সংখ্যক বাংলাদেশী ক্রিকেটপ্রেমীর আচরণ দেখে গোটা বাংলাদেশের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়। আবার বেশ কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমী এই সিদ্ধান্তর সমর্থন জানিয়েছেন। তবে বাংলাদেশের উগ্র ক্রিকেটপ্রেমীরা যে কোনও পরিস্থিতিতেই যে ভারতকে আক্রমণ করে যাওয়ার ধারা অব্যাহত রাখছেন, তা নিয়ে সন্দেহ নেই।

untitled design 20231123 164535 0000

আপত্তির কারণ:

বাংলাদেশের সমর্থকরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা মনে করেন যে আপাতত কেবলমাত্র একটি হোটেলের সিদ্ধান্ত নিলেও এই সিদ্ধান্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে ভারতের অন্যান্য হোটেলেও তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং তাতে বাংলাদেশের পর্যটকরা ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: ২ বছরে ৮ অধিনায়ক! ভারতের T-20 দল সংক্রান্ত BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা

হোটেলের সাফাই:

দার্জিলিংয়ের এই নির্দিষ্ট হোটেল থেকে তরফ থেকে এই সিদ্ধান্তের স্পষ্ট কারণ জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতো সহিষ্ণুতা রক্ষার দায়ভার সব সময় কেবলমাত্র একটি দেশের হতে পারে না। সোশ্যাল মিডিয়াতেই হোটেলে তরফ থেকে বলা হয়েছে, ” গত কয়েক বছরে যেভাবে বিনা প্ররোচনায় পড়শী দেশের মানুষেরা (অধিকাংশ) আমাদের সাথে শত্রুতা করেছে, যেরকম সোশ্যাল মিডিয়ায় নোংরামি শুরু করেছে সেটাও ভাষায় লেখা সম্ভব নয়।
পাকিস্থানের সাথে ভারতের মানুষদের শত্রুতা র তাও একটা সঙ্গত কারণ আছে। আচ্ছা, বাংলাদেশের ভারত বিদ্বেষ এর ইস্যু টা কি? আমাদের মতো অনেকেই আছি, যারা ভারতে কোনো অসহিষ্ণুতার ঘটনা ঘটলে সরাসরি প্রতিবাদ করি। যতদিন, দেহে প্রাণ আছে সেটাই করে যাবো।বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা উদাহরণ দেখানো সম্ভব?”

আরও পড়ুন: আর ভারতীয় দলের কোচিং নয়, রোহিতদের দায়িত্ব ছেড়ে ফের IPL-এ ফিরছেন দ্রাবিড়?

বাংলাদেশের পাল্টা আক্রমণ:

ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের নেটিজেনরা বদলা নেওয়ার চেষ্টা করছেন। গত এক বছরের মধ্যে বা সারা জীবনের সেই হোটেলে পা না রাখা বাংলাদেশের সমর্থকরা ও এখন গুগল ম্যাপে গিয়ে ওই নির্দিষ্ট হোটেলটির সম্পর্কে নেতিবাচক রিভিউ প্রকাশ করে তাদের রেটিং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। সেই তথ্যও একই সাথে সোশ্যাল মিডিয়া তুলে ধরেছে সেই হোটেলটি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর