মেটাচ্ছে না বকেয়া টাকা,অনলাইন সংস্থার কর্মীদের আটকে রাখলো হোটেল ব্যাবসায়ীরা

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বোলপুর ও শান্তিনিকেতনের হোটেল মালিকেরা অনলাইন সংস্থার কর্মীদের হোটেলের ভিতরে আটকে রেখে দিলো। অভিযোগ,বেশ কয়েক মাস ধরেই অনলাইন সংস্থাটি মেটাচ্ছে না বকেয়া টাকা। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এইদিকে লক্ষ,লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বোলপুর ও শান্তিনিকেতনের হোটেল মালিকদের।

জানা গেছে,বোলপুর ও শান্তিনিকেতনের মোট ৪০ টি হোটেল একটি অনলাইন সংস্থার সঙ্গে যুক্ত। চুক্তিতে বলা হয়েছিল ওই অনলাইন সংস্থার পক্ষ থেকে, ‘বুকিং অনুসারে গ্রহক পরিষেবা দেওয়ার পরের মাসের মধ্যেই টাকা সংশ্লিষ্ট হোটেলের অ্যাকাউন্টে জমা পড়বে।’ কিন্তু সেই টাকা জমা পড়ছে না। এইদিকে হোটেল মালিকেরা জানান,“বুকিং করা হচ্ছে, সেই অনুযায়ী গ্রাহকদের পরিষেবাও দেওয়া হচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না অনলাইন সংস্থাটির কাছ থেকে। আমাদের এই হোটেল গুলি থেকে ওই অনলাইন সংস্থার কাছে থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা বকেয়া রয়েছে। এমনকি দিন দিন রুমের ভাড়া কমিয়েও দেওয়া হচ্ছে।নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না।” এইদিকে বিভিন্ন অভিযোগে গতকাল একটি বৈঠক করা হয় সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। এই বৈঠকে দুপুর ৩ টে থেকে রাত ১ টা পর্যন্ত হোটেলে আটকে রাখা হয় ওই কর্মীদের কোন হেনস্থা ছাড়াই। পরে উচ্চস্তরের আধিকারিকদের আশ্বাসে আটক ৬ কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এইদিকে আরোও এক হোটেল মালিক জানান, “যদি বকেয়া টাকা না পায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওই অনলাইন সংস্থার পক্ষে।”


Udayan Biswas

সম্পর্কিত খবর