ফ্রুটির মধ্যে পচা টিকটিকি ও ডিম

 

বাবলু প্রামাণিক বারুইপুর

ফ্রুটি নামক ঠান্ডা পানীয়র মধ্যে পচাটিকটিকি। সেই ফ্রুটি খেয়ে অসুস্থ হল ৩ বছরের শিশু অঙ্কিত মহাপাত্র। শিশুর পেট যন্ত্রণা শুরু হওয়ার নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা পরে তাকে বাড়িতে ছেড়ে দিলেও ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। এর জেরে চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানার সাহা পাড়া এলাকায়। এলাকার লোকজন ও পরিবারের লোকজন শিশুর অসুস্থতায় উত্তেজিত হয়ে পড়ে। ফ্রুটি কোম্পানির গাড়ি এলাকায় গেলে গাড়ি ভাঙচুর করা হয়।গাড়ি থেকে ফ্রুটির প্যাকেট রাস্তায় ফেলে দেওয়া হয়। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাময় পরিস্তিতি নিয়ন্ত্রন করে।

 

ওই ফ্রুটি কোম্পানির গাড়িটিকে আটক করা হয়েছে। ওই শিশুর পরিবারের লোকজন বারুইপুর থানায় অভিযোগ দায়ের করছে। ঘটনায় অন্য শিশুদের ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিস ও স্রানিয় সুত্রে খবর, বারুইপুর সাহা পাড়ার বাসিন্দা আনন্দ মহাপাত্র ৩ বছরের অঙ্কিত মহাপাত্র ফ্রুটির জন্য বায়না করেছিল। ছেলের বায়নার জন্য মা রূম্পা মহাপাত্র শনিবার সকাল ১১-৩০ নাগাদ এলাকার রকমারি সেন্টার থেকে ফ্রুটি কিনে দিয়েছিলেন। এই বিষয়েই অঙ্কিতের বাবা আনন্দ মহাপাত্র জানান, ফ্রুটি অর্ধেক শেষ হওয়ার পর আটকে যায় স্ট্র তে।

IMG 20190806 WA0041

কিছুতেই আর না বেরনোয় অঙ্কিত তার মাকে জানায়। মা প্যাকেট কেটে ভিতরে উঁকি মেরে দেখে পচা টিকটিকি আর তার ডিম পড়ে আছে ভিতরে। এর পর ছেলের কিছু ক্ষন পেটে ব্যাথা হতে থাকে। বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে বিষয়টি স্ত্রানিয় বাসিন্দাদের ও দোকানদার কে জানানো হয়। এই বিষয়ে অঙ্কিতের বাবা আনন্দ মহাপাত্র জানায়, বড় বড় কোম্পানির প্যাকেট করা পানীয়র মধ্যে টিকটিকি থাকলে আমরা কি করে বিশ্বাস করবো। আমরা থানায় অভিযোগ জানাবো।আমার শিশুকে চিকিৎসকরা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত খবর