বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নিচ্ছেন জমি-বাড়ি বা রিয়েল এস্টেটকে। জমি বা বাড়ির ক্রয় করে কিছুদিন পর অধিক মুনাফায় বিক্রি করে লাভবান হচ্ছেন বহু মানুষ। আপনিও কি বাড়ি (House) বা ফ্ল্যাট বিক্রি (Sell) করার পরিকল্পনা করছেন? যদি তাই হয় তাহলে আপনাকে করতে হবে ৬টা কাজ। এই কাজগুলি করলে প্রপার্টির দাম (Price) যেমন হু হু করে বাড়বে, তেমনই গ্রাহকও পাবেন সহজে।
বাড়ির (House) দাম বাড়ানোর উপায়
• বাড়ি (House) বা প্রপার্টির রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরী। বাড়ি বা ফ্ল্যাট যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা যায় তাহলে কিন্তু ক্রেতারা মুখ ফেরাতে পারেন। ভাঙাচোরা বা ডিসপুট সম্পত্তি কিনতে চান না কেউ। তাই উচিত বাড়ি বা ফ্ল্যাটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ।
• গাড়ি রাখার জন্য গ্যারেজ বা পার্কিং স্পেস থাকা অত্যন্ত জরুরি। গ্যারেজ থাকলে বেশ কিছুটা বেড়ে যায় সম্পত্তির দাম। তাই যদি আপনার বাড়ি সংলগ্ন অংশে জায়গা থাকে সেখানে গ্যারেজ বা চারদিক ঢাকা পার্কিং প্লেস তৈরি করতে পারেন।
• সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করলে সেটি অনেকটাই আপনাকে এগিয়ে দেবে অন্যদের থেকে। সোলার সিস্টেম থাকলে বিদ্যুতের খরচ অনেকটাই কম হয়। এছাড়াও সাবসিডি পাওয়া যায় সরকারের পক্ষ থেকে।
আরোও পড়ুন : ‘আমার হাত বাঁধা …’ প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যা বললেন জাস্টিস সিনহা
• বাড়িতে আধুনিক ব্যবস্থা থাকা অত্যন্ত দরকারি। বর্তমানে অনেকেই এমন বাড়ির সন্ধান করেন যেখানে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
• বর্তমানে নিরাপত্তার উপর জোর দেন অনেক ক্রেতা। সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, স্মার্ট লক ইত্যাদি ব্যবহার করতে পারেন।
• বাড়ি বা ফ্ল্যাটের দাম এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত। সঠিক দাম থাকলে ক্রেতা মিলবে সহজেই। সেক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করার আগে খোঁজখবর নিন এলাকায়।