রাজ্যে এই প্রথমবার, আস্ত বাড়ি সরছে ৫৪ ফুট! ‘শিফটিং’ দেখতে হুগলিতে মানুষের ঢল

বাংলা হান্ট ডেস্ক : বাড়ি লিফটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে বাড়ি শিফটিং (Shifting) সেটাও কী সম্ভব ? কিন্তু এবার বাংলার বুকেও তেমনটাই হতে চলেছে। রাজ্যে এই প্রথমবার অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে আস্ত একটি দোতলা বাড়ি শিফটিংয়ের কাজ চলছে। হুগলি (Hooghly) জেলার বেগামপুরের তৃষা গ্রামে এই বাড়ি শিফটিংয়ের খবর প্রকাশ্যে আসতেই আশেপাশের এলাকাতেও শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসের ২৮ তারিখ থেকে এই বাড়ি সরানোর কাজ শুরু করা হয়। বাড়িটি বর্তমান অবস্থা থেকে ৫৪ ফুট দুরত্বে সরানো হবে। ইতিমধ্যেই ২৫ ফুট দূরে সরানো হয়ে গিয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। এই কাজটি করতে খরচ হচ্ছে ১৮ লক্ষ টাকা। বাড়ি ভেঙে নতুনভাবে বাড়ি করার থেকে ৩ গুন কম খরচে কাজ সম্পন্ন হবে বলেই তথ্য পাওয়া গেছে।

কিন্তু, এখন প্রশ্ন হল হঠাৎ এই বাড়ি শিটফিংয়ের বন্দোবস্ত কেন করা হল ? বাড়ি মালিক জানান, ২০১৯ সালে তার বাড়িটি ভারতীয় রেল লাইনের অধীনে পড়ায় তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বেশ কয়েক বছর তার মনের মধ্যে উৎকণ্ঠা চললেও সমস্যা সমাধানের জন্য তিনি কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করেন। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাড়ি শিফটিং করার ভিডিও দেখতে শুরু করেন।

তার পর তিনি সিদ্ধান্ত নেন এক‌ই পদ্ধতি ব্যবহার করে নিজের বসত বাড়িটাকেই স্থানান্তরিত করবেন।
অবশেষে অনেক খোঁজ খবরের পর সন্ধান পান বহু বছর ধরে এই পেশার সাথে যুক্ত টিডিবিডি কোম্পানির নাম। ভারবর্ষে সবথেকে বড় কোম্পানিটি হরিয়ানায় রয়েছে বলেই জানা গিয়েছে। বাড়ির মালিকের মত ঘরের অন্যান্য সদস্যরাও এই রকম নতুনত্ব পদ্ধতির সাক্ষী থাকতে পেরে বেশ খুশি।

 

পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন এসে দেখে যাচ্ছেন কি ভাবে এই কাজ চলছে। রীতিমতো সকাল বিকাল লোকজনের আনগোনা লেগেই আছে। অন্য দিকে এই কাজের সাতে যুক্ত টেকনিশিয়ান জানান যেকোনো কাজেই ঝুঁকি থাকে। তবে ঝুঁকি নিয়ে কাজ করলেই তবে সাফল্য অর্জন হয়। তারা আরও জানান এই প্রথম পশ্চিমবঙ্গে বাড়ি শিফটিং কাজ করছেন। সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে তৃষা গ্রামের দর্শকদের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর