ঘরবন্দি শেন ওয়ার্ন জানিয়ে দিলেন তাঁর প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে?

Published On:

করোনা আতঙ্কের জেরে পুরো বিশ্বের সাথে সাথে আপাতত ঘরবন্দি অবস্থায় রয়েছেন প্রাপ্তন অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। ঘরবন্দি অবস্থায় থেকে বোর হয়ে স্যোসাল সাইড ইনস্টাগ্রামে হটাৎই লাইভে আসেন শেন ওয়ার্ন। সেই সময় তার লাইভে ছিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা।

সেই সময় লারাকে অনলাইনে দেখে শেন ওয়ার্ন বলে উঠেন লারা আজ অনেক কিছু বলবো তোমাকে নিয়ে। সেই সময় লাইভে থাকা শেন ওয়ার্নের ভক্তরা হটাৎই তার দিকে প্রশ্ন ছুড়ে দেন তাঁর প্রজন্মের সেরা ব্যাটসম্যান কে? বা কারা?

ওই প্রশ্নের উত্তরে শেন ওয়ার্ন বলেন, আমার সময়ের সেরা ব্যাটসম্যান অবশ্যই শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা। আমার বিরুদ্ধে এই দুজনেই সাবলীল ভাবে ব্যাটিং করে যেত, সেই সময় ওদেরকে বিট করা খুবই মুশকিল কাজ ছিল। সেই সময় আরেক ভক্ত শেন ওয়ার্ন এর দিকে প্রশ্ন ছুড়ে দেন যে, যেকোনো পরিস্থিতিতে ব্যাটিং করার ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন? ভক্তদের এই প্রশ্নের উত্তরে শেন ওয়ার্ন বলেন দুজনের মধ্যে একজন কে বেছে নেওয়া খুবই কঠিন তবে শচীনকে কিছুটা হলেও এগিয়ে রাখবো।

X