বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতগুলি ছবির ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম দিকেই থাকবে ‘হাউজফুল’ (Housefull 5)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ফ্র্যাঞ্চাইজির পরপর ছবি দর্শকদের হাসিয়েছে, তাঁদের মনে জায়গা করে নিয়েছে পাকাপাকিভাবে। সদ্য ১৫ বছরে পা দিল হাউজফুল। আর এই উপলক্ষেই দর্শকদের বড় সারপ্রাইজ দিয়ে সামনে আনা হল ‘হাউজফুল ৫’ (Housefull 5) এর টিজার।
প্রকাশ্যে এল হাউজফুল ৫ (Housefull 5) এর টিজার
২০১০ সালের ৩০ শে এপ্রিল অর্থাৎ আজকের দিনেই মুক্তি পেয়েছিল ‘হাউজফুল’। দেখতে দেখতে কেটে গেল ১৫ বছরে। এখনো পর্যন্ত চারটি ছবি মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। অধিকাংশ ছবিই প্রশংসা পেয়েছে দর্শকদের। এমনকি কিছু কিছু দৃশ্য, সংলাপ আজও আইকনিক হয়ে রয়েছে ছবি প্রেমীদের মাঝে। বেশ কিছুদিন ধরেই অপেক্ষা ছিল হাউজফুল (Housefull 5) ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির জন্য। অবশেষে এই বিশেষ দিনটিকেই নির্মাতারা বেছে নিলেন হাউজফুল ৫ এর টিজার প্রকাশের জন্য।
কে কে থাকছেন ছবিতে: প্রায় ১ মিনিটের টিজারে রয়েছে একাধিক চমক। এমনিতেই চোখ ধাঁধানো স্টারকাস্ট নিয়ে অনেকদিন ধরেই চলছিল চর্চা। টিজার জুড়ে অধিকাংশ সময়টাতেই ক্যামেরার ফোকাস থেকেছে অভিনেতা অভিনেত্রীদের দিকে। কে নেই ছবিতে! অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তলপড়ে, ডিনো মোরিয়া, রঞ্জিত, আকাশদীপ কউর সহ জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মার মতো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হয়েছে স্টারকাস্ট। তবে টিজার থেকে জানা গেল আরো এক বড়সড় চমকের কথা।
আরো পড়ুন : গরমের ছুটির মাঝেও চলবে ক্লাস! বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
বড় চমক নিয়ে ফিরছে ফ্র্যাঞ্চাইজি: হাসির মোড়কে খুনের কাহিনি নিয়ে আসছে হাউজফুল ৫ (Housefull 5)। টিজারেই মিলেছে তার আভাস। টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘১৫ বছর আগে আজকের দিনে পাগলামির সূত্রপাত হয়েছিল। ভারতের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরেছে পঞ্চম ছবি নিয়ে। আর এবারে শুধু কমেডি নয়, একেবারে কিলার কমেডি হতে চলেছে!’
প্রায় মিনিট খানেকের টিজার নজর কেড়েছে দর্শকদের। বিশেষ করে স্টারকাস্ট দেখেই অবাক অনেকে। এবারে গল্পেও থাকছে টুইস্ট। সব মিলিয়ে হাউজফুল ৫ এর জন্য অপেক্ষা যে শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আগামী ৬ ই জুন মুক্তি পেতে চলেছে হাউজফুল ৫।