বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ফের এক ডেঙ্গুর বলি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নববধূর। মৃতা মৌমিতা ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বাসিন্দা ছিলেন। বিয়ের এক বছরের মধ্যেই মৌমিতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার থেকে এলাকার মানুষজন।
সূত্রের খবর ,মৃত মৌমিতা ভট্টাচার্য এর এক বছর আগে বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুরে। তিনি বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। কিছুদিন পর তার রক্ত পরীক্ষা করানো হলে ধরা পরে ডেঙ্গু। গত ২৪ সেপ্টেম্বর তাকে ভর্তি করানো হয় সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর মৌমিতার রক্তে প্লেটলেটের সংখ্যা কমতে থাকে। ধীরে ধীরে অবস্থার অবনতি হয় তার। এমনকি মৌমিতার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।এরপর গত সোমবার রাত্রিবেলা মৃত্যু হয় মৌমিতার।
নববধূর অকাল প্রয়াণ রীতিমতো শোকস্তব্ধ পরিবার থেকে এলাকার মানুষজন। মাত্র এক বছর আগেই বিয়ে হয় মৌমিতা ভট্টাচার্য এর। এই বছর মৌমিতার মতোই আরো বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গে। সারা রাজ্য জুড়ে রীতিমতো দাপট দেখাচ্ছে ডেঙ্গু।
প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও বিশেষ কিছু হেরফের লক্ষ্য করা যাচ্ছে না। সারা রাজ্যেই প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার। কিন্তু এত উদ্যোগ সত্ত্বেও কেন ডেঙ্গু আক্রমণের শিকার হতে হচ্ছে মানুষকে তা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী দলগুলি।