বাংলা হান্ট ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের আভা বিমানবন্দর কে লক্ষ্য করে হামলা চালালো হুথি বিদ্রোহীরা। ওই ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়েছেন,আহত হয়েছেন এক ভারতীয় মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে।
আহতদের ১৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয় তার মধ্যে রয়েছে দুজন শিশু। প্রাথমিক চিকিৎসার পরে তাদের স্বজন তাদের মধ্যে ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানান,এই ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতি বিদ্রোহীরা ইয়ামেন সীমান্তের কাছাকাছি বিমানবন্দরটির অবতরণ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত করে।
হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম টুইটে জানিয়েছেন,আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে ৫ বছর ধরে ইয়েমেন অবরোধ ও সানা বিমানবন্দর বন্ধ রাখায় এবং রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের দিকে না যাওয়ায় এই হামলা চালানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।