বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শুক্রবার লোহিত সাগরে (Red Sea) ইয়েমেনের (Yemen) হুথিদের দ্বারা রাশিয়া (Russia) থেকে ভারতে (India) আসা একটি জাহাজকে “টার্গেট” করা হয়। এমতাবস্থায়, গত শুক্রবার হুথি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ক্ষতিগ্রস্ত করেছে।
এদিকে, হামলার পর তেল ট্যাঙ্কার থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে, এখনও পর্যন্ত ওই জাহাজের ক্রু মেম্বারদের কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। যদিও, তেলের ট্যাঙ্কারটি “সামান্য ক্ষতি” হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে, ওই জাহাজটি রাশিয়া থেকে ভারতে যাচ্ছিল। সেইসময়ে, ইয়েমেনের হুথিরা জাহাজটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। এর ফলে তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে থাকে।
তবে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘদিন পর লোহিত সাগরে আবারও সন্ত্রাস শুরু করেছে ইয়েমেনের হুথিরা। গত কয়েকদিনে হুথিদের হামলা অনেকটাই কমলেও এখন আবার সক্রিয় হচ্ছে তারা।
আরও পড়ুন: হাবাসের চালে কাবু হবে ওড়িশা, মোহনবাগানকে ISL ফাইনালে তুলতে মোক্ষম স্ট্র্যাটেজি কোচের
মার্কিন সেনাবাহিনীর মতে, হুথিরা ৩ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জানা গিয়েছে যে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, বিদ্রোহীরা ওই হামলায় ৩ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে একটি পানামার পতাকাযুক্ত ও সেশেলসে রেজিস্টার্ড জাহাজ “অ্যান্ড্রোমিডা স্টার” ক্ষতিগ্রস্ত করেছে। বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ট্যাঙ্কারটিকে “রাশিয়া-সংযুক্ত ব্যবসায় জড়িত” হিসাবে বর্ণনা করেছে।
আরও পড়ুন: সূর্য অতীত, টিম ইন্ডিয়া পেয়ে গেল SKY-র উন্নত ভার্সন! দাপট দেখে কাঁপে বোলাররা
অ্যামব্রে জানিয়েছে, ওই জাহাজটি রাশিয়ার প্রিমর্স্ক থেকে ভারতের ভাডিনারের দিকে আসছিল। এদিকে, হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পরে বিদ্রোহীদের দ্বারা সম্প্রচারিত একটি পূর্ব-রেকর্ড করা বিবৃতিতে শনিবার ভোরে হামলার দাবি করেন। তিনি ট্যাঙ্কারটিকে “সরাসরি লক্ষ্যবস্তু” বলে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, আরেকটি জাহাজ মাইশাও হামলার সময় কাছাকাছি ছিল।