বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেতা হলেন মুকেশ খান্না (Mukesh Khanna)। এত বছর ধরে তিনি হিন্দি সিনে দুনিয়ায় রয়েছেন যে বর্তমানে তাঁকে সিনিয়র শিল্পী বলে গণ্য করা হয়। সকলের প্রিয় ‘শক্তিমান’ এর বয়স এখন অনেকটাই বেশি। অভিনয় বহুদিন হল ছেড়ে দিয়েছেন তিনি। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন মুকেশ।
বি আর চোপড়ার ‘মহাভারত’এ ভীষ্ম পিতামহর চরিত্রে অভিনয় করে প্রথম জনপ্রিয়তা পান মুকেশ। তারপর বেশ কিছু ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে মুকেশের কেরিয়ারে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় শক্তিমান। এই একটি টেলিভিশন শোয়ের দৌলতে ইতিহাসের অংশ হয়ে ওঠেন মুকেশ।
তবে বড়পর্দায় মুকেশের কেরিয়ার তেমন উজ্জ্বল হতে পারেনি। এর নেপথ্যে ছিলেন একজন মানুষ, অমিতাভ বচ্চন। হ্যাঁ ঠিকই পড়েছেন। ইন্ডাস্ট্রির ‘বিগ বি’র মাত্র তিনটে কথাতেই ধ্বংস হয়ে গিয়েছিল মুকেশের কেরিয়ার। আসলে মুকেশের অভিনয় স্টাইল এবং ব্যারিটোন ভয়েসের জন্য অনেকেই সে সময় অমিতাভের সঙ্গে তাঁর তুলনা করতেন।
কয়েকটি বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মুকেশ খান্নাকে। এমনি একটি বিজ্ঞাপন দেখে নাকি অমিতাভ ব্যঙ্গ করে বলেছিলেন, ‘কপি করতা হ্যায়’ অর্থাৎ মুকেশ তাঁকে নকল করেন। যদিও শক্তিমান অভিনেতা বলেছিলেন, অমিতাভের একথা তিনি নিজের কানে কখনো শোনেননি। কিন্তু উড়ে আসা কথাটা তাঁর আত্মসম্মানে আঘাত করেছিল।
মুকেশ জানিয়েছিলেন, এই ‘কপি অ্যাক্টর’ তকমাটা তাঁর গায়ে লাগতেই কেরিয়ার ভেঙে পড়তে শুরু করে। একের পর এক ছবি থেকে বাদ পড়তে শুরু করেন মুকেশ। মাত্র চারটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সবকটাই হয়েছিল ফ্লপ। বাধ্য হয়ে ছোটপর্দায় পা রাখেন তিনি। এরপরেই ‘মহাভারত’এ সুযোগ পেয়ে যান মুকেশ।