কীভাবে জীবনে এত সফল অমিতাভ? সিক্রেট ফাঁস জয়ার

অমিতাভ বচ্চন (Amitabh Bchchan) ১৯৬৬ সালে তাঁর কেরিয়ার শুরু করেন। কেরিয়ারের শুরুতে তিনি অনেক সংগ্রাম করেছেন। কিছুবছর পর, তিনি মায়ার শহর মুম্বই ছেড়ে যাওয়ার মনস্থিরও করে নিয়েছিলেন। কিন্তু তারপরেই তাঁর ভাগ্যের তারকা জ্বলে উঠল। অল্প সময়ের মধ্যেই তিনি সুপারস্টার হয়ে যান। কিন্তু বয়সের এই পর্যায়ে এসেও একজনকে জিজ্ঞেস করেই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। ইন্ডাস্ট্রিতে শতাব্দীর মেগাস্টার হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন (Amitabh Bchchan) ১৯৬৬ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। কিন্তু তাঁর প্রথম ছবিই বিশাল ফ্লপ প্রমাণিত হয়। এই ছবির পর তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

কেরিয়ারের শুরুতে অমিতাভ একটানা ১৩টি ফ্লপ দিয়েছিলেন। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ ছবিতে কাজ করার পর তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আজ অমিতাভ বচ্চনের হিট ছবির একটি দীর্ঘ তালিকা রয়েছে। একজনকে জিজ্ঞেস করেই আজও তিনি তাঁর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাংরি ইয়াং ম্যান, শাহেনশাহ এবং বিগ বি নামে পরিচিত অমিতাভ বচ্চন বদলে যাওয়া সময়ের সঙ্গে চরিত্রের শিল্পী হয়ে ওঠেন। শুধু তাই নয়, টিভিতে উপস্থাপক হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু জানেন কি অমিতাভের সাফল্যের পেছনে কারা, জানলে অবাক হবেন।

Amitabh Bchchan

অমিতাভ বচ্চন (Amitabh Bchchan) ১৯৬৬ সালে তাঁর কেরিয়ার শুরু করেন

অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেকের চেয়ে তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দার বেশি কাছের। অভিনয়ে ক্যারিয়ার গড়তে না পারলেও প্রায়ই খবরে থাকেন তিনি। শ্বেতা পেশায় একজন লেখিকা এবং কলামিস্ট। অমিতাভ ২০১৮ সালে তাঁর মেয়ের বই লঞ্চের সময় এই গোপনীয়তা প্রকাশ করেছিলেন যে তিনি অবশ্যই একটি ছবিতে স্বাক্ষর করার আগে তাঁর মেয়েকে জিজ্ঞাসা করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বিশ্বাস করেন যে শ্বেতা যা বলেন তা অবশ্যই সত্য। বিগ বি নিজেই জানিয়েছিলেন যে তাঁর পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভাল।

অমিতাভ বলেন, ‘আমার প্রতিটি চলচ্চিত্র সম্পর্কে আমি অবশ্যই শ্বেতার কাছ থেকে পরামর্শ নিই। ও যেসব চলচ্চিত্রের কথা বলেছে সেগুলো অবশ্যই হিট হয়েছে। শ্বেতা আমাকে ছবিতে সাইন করতে সাহায্য করে।’ অমিতাভ বচ্চনের ক্যারিয়ার উত্থান-পতনে পূর্ণ ছিল। তিনি তাঁর ক্যারিয়ারে অনেক হিট ছবি দিয়েছেন এবং অনেক ফ্লপ ছবির দুঃখও ভোগ করেছেন। আজও মানুষ ভুলতে পারেনি বিগ বি-র অনেক ব্লকবাস্টার ছবি। এর মধ্যে রয়েছে শোলে থেকে পিঙ্ক পর্যন্ত অনেক চলচ্চিত্রই।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর