যেতে পারেননি কলেজে, ৫০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ গড়েছেন ৯০০০ কোটির কোম্পানি

বাংলাহান্ট ডেস্ক : সুগুনা ফুডস (Suguna Foods) দেশের পোল্ট্রি জগতে এক পরিচিত ও বিখ্যাত নাম। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই কোম্পানি একটি অনুপ্রেরণা। সুগুনা ফুডস এর চেয়ারম্যান বি সুন্দররাজন (B Soundararajan) এবং তার ভাই জিবি সুন্দররাজন (GB Sundararajan) শূন্য থেকে শুরু করে আজ এই কোম্পানিকে নিয়ে গেছেন এক নতুন মাইলফলকে। এ দুই ভাই কোম্পানিটিকে বর্তমানে হাজার হাজার কোটি টাকার ভ্যালুয়েশনে পরিণত করেছেন।

সব থেকে বড় কথা হল আজ যে দুভাই কোটি কোটি টাকার ব্যবসা করছেন তারা কখনো কলেজের গণ্ডি পার করতে পারেননি। ১৯৭৮ সালের স্কুলের পড়াশোনা শেষ করেন বি সুন্দররাজন। এরপর তার বাবা থাকে ব্যবসা শুরু করার পরামর্শ দেন। পৈত্রিক তুলার ব্যবসা থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নেন শাকসবজির ব্যবসা শুরু করবেন। এরপর তিনি পারিবারিক ২০ একর জমিতে শুরু করেন শাক সবজির চাষ। এরপর বহুদিন হয়ে গেল সেই ব্যবসায় লাভের মুখ দেখতে পারেননি তিনি।

বি সুন্দররাজন এরপর হায়দ্রাবাদে তার খুড়তুতো ভাইয়ের কৃষি মোটর উৎপাদন সংস্থায় যোগদান করেন। সেই সময় এই দুই ভাই মিলে সিদ্ধান্ত নেন নতুন কিছু শুরু করার। এরপর ১৯৮৬ সালে পথ চলা শুরু করে সুগুনা। এই দুই ভাই মাত্র ৫ হাজার টাকার বিনিময় কোয়েম্বাটুরে সুগুনা ফুডস শুরু করেন। এখানে তারা অন্যান্য পোল্ট্রি সংস্থাগুলিতে পোল্ট্রি, ফিড এবং স্বাস্থ্য সম্পর্কিত পণ্য সরবরাহ করতেন।

এরপর ১৯৯০ সালে মাত্র তিনটি খামার নিয়ে এই দুই ভাই হাঁস মুরগি পালন শুরু করেন। একবার একটি সাক্ষাৎকারে সুন্দররাজন বলেছিলেন, যখন তিনি ব্যবসা শুরু করেছিলেন তখন তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। কিন্তু পরবর্তীকালে যখন তারা এই ব্যবসাটিকে এক নতুন উচ্চতা নিয়ে যায় তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। সাত কোটি টাকার টার্নওভার হয় ১৯৯৭ সালে। বর্তমানে এই কোম্পানি একটি মডেলের মাধ্যমে ৪০ হাজারেরও বেশি কৃষককে নির্দিষ্ট আয়ের পথ দেখিয়েছে।

sugna foods

মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করে এই ব্যবসা বর্তমানে ৯ হাজার কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে এই কোম্পানি সারা দেশের ১৮ টি রাজ্যে ৯০০০ গ্রামে ২৩ হাজার কৃষকের সাথে কাজ করছে। শ্রীলংকা, কেনিয়ার মতো দেশে এই কোম্পানি বর্তমানে পোল্ট্রিজাত দ্রব্য রপ্তানি করে। আড়াইশোটি শাখা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। বর্তমানে সুগুনা ফুডস অন্যতম একটি প্রসিদ্ধ নাম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর