বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে চলতি বছরের T20 বিশ্বকাপ (The ICC Men’s T20 World Cup)। দিন যতো এগোচ্ছে ততই পাল্টে যাচ্ছে এই টুর্নামেন্টের সামগ্রিক সমীকরণ। ইতিমধ্যেই সুপার এইটের খেলায় গ্রুপ “১”-এ ভারতীয় দল (India National Cricket Team) হারিয়ে দিয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশকে। বর্তমানে, গ্রুপ লিগের শীর্ষে রয়েছে ভারত (নেট রানরেট +২.৪২৫)। এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেলেও গ্রুপের আপাতত দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অসিদের নেট রানরেট হল +০.২২৩।
এদিকে, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে তারা। তাদের নেট রানরেট হল -০.৬৫০। পাশাপাশি, সুপার এইটের পর্বে দু’টি ম্যাচ হেরে গিয়ে খারাপ অবস্থা বাংলাদেশের। তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। তাদের নেট রানরেট হল -২.৪৮৯। এমতাবস্থায়, সামগ্রিক পরিসংখ্যান অনুসারে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলেই ছয় পয়েন্ট হাসিল করার মাধ্যমে পৌঁছে যাবে সেমিফাইনালে।
তবে, যদি রোহিত বাহিনী অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় সেক্ষেত্রেও তারা পৌঁছে যাবে সেমিতে। সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে ভারতকে কম ব্যবধানে হারতে হবে। শুধু তাই নয়, এটাও মাথায় রাখতে হবে যে আফগানিস্তান যেন বাংলাদেশের বিরুদ্ধে না জিততে পারে বা যদি জিতেও যায় যেন ভারতের থেকে নেট রান রেট বেশি না হয়।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় অঘটন! অস্ট্রেলিয়াকে হেলায় হারাল আফগানিস্তান
কারণ, যদি আফগানিস্তান জিতে যায় এবং ভারত হেরে যায়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পাশাপাশি ওই দুই দলের পয়েন্ট হবে চার। তখন সেমিতে কে যাবে তা নির্ভর করবে নেট রানরেটের ওপর। জানিয়ে রাখি যে, বর্তমান অবস্থা অনুযায়ী, অস্ট্রেলিয়াকে যদি সেমিফাইনালে উঠতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভারতের বিরুদ্ধে জিততে হবে। পাশাপাশি এটাও চাইতে হবে যে আফগানিস্তান যেন হেরে যায়। তবে, হেরে গেলেও বিশ্বকাপে শুধুমাত্র একটি ভরসাতেই টিকে থাকতে পারবে অস্ট্রেলিয়া। শুধু এটা লক্ষ্য রাখতে হবে যে আফগানিস্তান যেন হেরে যায় এবং বাংলাদেশ জিতে যায়।
আরও পড়ুন: GST পরিষদের বৈঠকে এবার একগুচ্ছ প্রস্তাব! কমবে হস্টেলের খরচ, মিলবে ট্রেন যাত্রীদের সুবিধা
এদিকে, আফগানিস্তানকে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে এবং ভারতের জয় চাইতে হবে। এর পাশাপাশি, বাংলাদেশের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের জয়ের ওপর নির্ভর করতে হবে এবং বাংলাদেশকে পরবর্তী ম্যাচে জিততে হবে। যদিও, সেক্ষেত্রেও নজর রাখতে হবে রান রেটের প্রতি।