বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের পর ভুলবশত পাকিস্তানে চলে গিয়েছিলেন। ভারত-পাক উত্তেজনার আবহেও সেই দেশে বন্দি ছিলেন বাঙালি বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। দীর্ঘ টানাপড়েন শেষে প্রায় তিন সপ্তাহ পর বুধবার দেশে ফিরেছেন পিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিষড়ার সাউ পরিবার। আর তারপরেই পাকিস্তানে হওয়া অত্যাচারের বিবরণ দিলেন পূর্ণম।
পাক-ভূমে কীভাবে দিন কেটেছিল পিকে-র (Purnam Kumar Shaw)?
গত ২৩ এপ্রিল পাঠানকোটের ফিরোজপুর সেক্টরে ডিউটি করার সময় ভুলবশত পাকিস্তানের মাটিতে পা রেখেছিলেন। সঙ্গে সঙ্গে পূর্ণমকে আটক করেন পাক রেঞ্জার্সরা। এরপর থেকে সেদেশেই বন্দি ছিলেন তিনি। অবশেষে গতকাল সকাল ১০:৩০ নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের হাতে পূর্ণমকে তুলে দেয় পাকিস্তান।
দেশে ফেরার পরেই নিয়ম মেনে পূর্ণমের শারীরিক পরীক্ষা হয়েছে। দফায় দফায় বিএসএফ (Border Security Force) কর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। সেই সময়ই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের মাটিতে কীভাবে দিন কেটেছে? সেই বিবরণ তুলে ধরেছেন পিকে।
আরও পড়ুনঃ মমতাকে ৩টের ‘ডেডলাইন’! বিকাশ ভবনে না এলে… বিরাট হুঁশিয়ারি SSC কাণ্ডে চাকরিহারাদের
বিএসএফ সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, আটক করার পর থেকে বেশিরভাগ সময়ই পূর্ণমের চোখ বেঁধে রাখা হতো। মোট তিন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এই বাঙালি জওয়ানকে। এর মধ্যে এয়ারবেসও ছিল বলে অনুমান পিকে-র। এয়ারক্রাফটের শব্দ শুনে তিনি এমনটা আন্দাজ করেছেন বলে খবর। সেই সঙ্গেই ঠাঁই হয়েছিল গারদেও।
জানা যাচ্ছে, শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করেছে পাকিস্তান। বিগত প্রায় তিন সপ্তাহ এক করতে দেওয়া হয়নি চোখের পাতা। পাশাপাশি চলেছে গালিগালাজ। পাকিস্তান সেনা (Pakistan Army) সীমান্তরক্ষা বাহিনীর একাধিক গোপন তথ্য জানার চেষ্টা করেছিল বলে খবর। জানা যাচ্ছে, সীমান্তে কীভাবে সেনা মোতায়েন করা হচ্ছে, সেই বিষয়ক তথ্য জানারও চেষ্টা করেছিল পড়শি দেশের সেনা।
এছাড়াও খবর, একাধিক আধিকারিকের নম্বর ও ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করছিল পাক সেনা। তবে পূর্ণমের কাছে ফোন ছিল না, সেই কারণে বিশেষ সুবিধা করতে পারেনি তারা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পরের দিনই পাক রেঞ্জার্সদের হাতে আটক হন পূর্ণম (Purnam Kumar Shaw)। বিগত প্রায় তিন সপ্তাহ সেদেশেই কাটিয়েছেন। উৎকণ্ঠায় দিন কেটেছে পরিবারের। অবশেষে ভারতের লাগাতার চেষ্টার পর বুধবার দেশে ফিরেছেন পিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্ত্রী রজনী সহ বাড়ির লোকেরা।