বাংলা হান্ট ডেস্কঃ আজ নন্দীগ্রামের মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তিনি আঘাত পান। তিনি কীভাবে এই আঘাত পেলেন সেটা জানিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, আজ হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামের কয়েকটি মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের দুই নম্বর ব্লকে মন্দির গুলোতে পুজো দেওয়ার সময় সেখানে জনতার ভিড়ও ছিল অনেক। এরপর তিনি ৬টা নাগাদ বিরুলিয়ার একটি শিব মন্দিরে পুজো দেন।
বিরুলিয়ার শিব মন্দির থেকে বেরোনর সময় কেউ বা কারা মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা দেনয় এবং জোর করে গাড়ির দরজা বন্ধ করে দেয়। এই ধাক্কাধাক্কিতেও পায়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী। ওনার কোমরেও আঘাত লাগে এবং পায়ে ছুলে যায়। পাশাপাশি ওনার মাথাতেও আঘাত লাগে।
আঘাত পাওয়ার পর দেহরক্ষীরা ওনাকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসান। মুখ্যমন্ত্রী গাড়িতে উঠে অভিযোগ করে বলেন যে, ‘ওনাকে চক্রান্ত করে ফেলে দেওয়া হয়েছে। আমার পায়ে অসহ্য ব্যথা করছে। আর বুকেও ব্যথা করছে।” এরপর গ্রিন মুখ্যমন্ত্রীকে নিয়ে গ্রিন করিডর করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।