বাংলাহান্ট ডেস্ক : বাংলা ব্যান্ডের প্রসঙ্গ উঠলে যে নামটি সবার আগে মাথায় আসে তা হল ভূমি (Bhoomi)। সুরজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র রায়, এই দুই প্রাণপুরুষ তৈরি করেছিলেন ভূমি। মাটির গন্ধ মেশানো ফোক স্টাইলের স্বরচিত গানে ভেসে গিয়েছিল বাংলা। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ভূমি (Bhoomi) একটা আবেগ। আজো কলেজের তরুণ তরুণীরা গুনগুনিয়ে ওঠে ‘বারান্দায় রোদ্দুর’ কিংবা ‘মন আমার একফালি চাঁদ’এর সুর। কিন্তু ভূমি ব্যান্ড কীভাবে তৈরি হয়েছিল জানেন? কেনই বা ব্যান্ডের নাম রাখা হল ভূমি? সুরজিৎ চট্টোপাধ্যায় নিজেই দিয়েছেন সব উত্তর।
কীভাবে শুরু হয় ভূমি (Bhoomi)?
আজতক বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে ভূমি (Bhoomi) ব্যান্ড তৈরির ইতিহাস জানালেন সুরজিৎ। প্রথমে তাঁর কাছে ব্যান্ড বলে কিছুই ছিল না। গিটার নিয়ে সোলো করতেন তিনি। তাঁকে প্রথম মঞ্চ দেয় ম্যাক্স মুলার ভবন। সেখানে আড্ডা মারতে যেতেন সুরজিৎ। দিদির থেকে ৪ হাজার টাকা ধার করে কয়েকজন মিউজিশিয়ান নিয়ে প্রথম নিজের কম্পোজিশন করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন ‘দিশা’।
আরো পড়ুন : ‘যাদের বাড়ি কলকাতা, পায়ে জুতো মাথায়…’, অদ্ভূত ছন্দে কবিতা বলে ভাইরাল, নেটিজেনরা বললেন, ‘বাস্তবের বহুরূপী’
প্রথম পারফরম্যান্সের প্রশংসা করেন সকলে
ওই অনুষ্ঠানের পরেই ম্যাক্স মুলার ভবনের তরফে প্রস্তাব আসে তাদের ‘মিউজিক ক্যাফে’ অনুষ্ঠানে গান গাওয়ার। এদিকে তখন ব্যান্ড বলে কিছুই ছিল না সুরজিতের। সুরজিৎ তখন অনুরোধ করেন সৌমিত্র রায়কে তাঁদের সঙ্গে বাজানোর জন্য। তখন অবশ্য সৌমিত্রর আরেকটি ব্যান্ড ছিল। চার পাঁচ জন মিউজিশিয়ান নিয়ে তৈরি হয় ‘সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস’। তাঁদের অনুষ্ঠান শুনে সকলেই বলেছিলেন, বিষয়টা ‘সিরিয়াসলি’ নিতে। তারপরেই ব্যান্ড নিয়ে ভাবতে শুরু করেন সুরজিৎ এবং সৌমিত্র।
আরো পড়ুন : হওয়ারই ছিল ডিভোর্স! শুধুমাত্র এই কারণেই বিয়ে টিকিয়ে রাখেন অভিষেক-ঐশ্বর্য
ব্যান্ডের এমন নাম কেন?
১৯৯৯ সালের ২৪ শে জুলাই জ্ঞানমঞ্চে প্রথম ব্যান্ড হিসেবে পারফর্ম করেন তাঁরা। উপস্থিত ছিলেন অপর্ণা সেন, অর্জুন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। সকলেই খুব প্রশংসা করেছিলেন। তবে ব্যান্ডের নাম তখনো ঠিক হয়নি। তা দিয়েছিলেন সুরজিতের স্ত্রী কমলিনী। যদিও তখন তাঁদের বিয়ে হয়নি। কমলিনী বলেছিলেন, তাঁরা যেহেতু মাটির গান করেন, তাই ভূমি (Bhoomi) নামটা কেমন হবে? সকলেই লুফে নিয়েছিল নামটা। সেই থেকেই সফর শুরু ‘ভূমি’র।
সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য অনেক বদল হয়েছে ভূমির। সুরজিৎ বেরিয়ে গিয়েছেন ব্যান্ড থেকে। তবে তাঁদের গান এখন অমর হয়ে রয়েছে শ্রোতাদের মনে। প্রজন্মের পর প্রজন্মের মন জয় করে আসছে ভূমির গান।