সলমনের জন্য কেরিয়ারে লাল বাতি, ১২০০ কোটির সম্পত্তিতে ভাইজানকেও টেক্কা বিবেকের! কীভাবে?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কখন যে কার ভাগ্য বদলে যায় তা আগে থেকে বোঝা যায় না। রাজার ভিখারি হতে আর ভিখারির রাজা হতে বেশি সময় লাগে না এই ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে অভিনেতা বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) কোটিপতি হয়ে ওঠার বিষয়টি এরই প্রমাণ। বলিউড কেরিয়ার কার্যত ধ্বংস হয়ে গেলেও কীভাবে এই বিপুল সম্পত্তি বানালেন অভিনেতা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কীভাবে এত টাকার সম্পত্তি করলেন বিবেক (Vivek Oberoi)?

সম্প্রতি বলিউডে নতুন করে চর্চা শুরু হয়েছে বিবেক ওবেরয়কে (Vivek Oberoi) নিয়ে। সৌজন্যে তাঁর বিপুল সম্পত্তি। রিপোর্ট অনুযায়ী, প্রায় ১২০০ কোটি টাকার সম্পত্তির মালিক বিবেক (Vivek Oberoi)। বলিউডের বহু অভিনেতার থেকেই তাঁর সম্পত্তি বহুগুণে বেশি। কিন্তু এত বেশি সম্পত্তি কীভাবে করলেন তিনি? এই প্রশ্নই বারবার ভাবাচ্ছে নেটিজেনদের।

how-did-vivek-oberoi-build-this-huge property

বলিউডে কেরিয়ার নষ্ট হয় অভিনেতার: একথা কারোরই অজানা নয় যে বিবেকের (Vivek Oberoi) বলিউড কেরিয়ার কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। শুরুটা তিনি মন্দ করেননি। ২০০২ সালে ডেবিউ ছবি ‘কোম্পানি’ দিয়ে জনপ্রিয়তা পান বিবেক। তারপর একে একে সাথিয়া, মস্তি, ওমকারার মতো ছবি দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ানোটাই তাঁর কাল হয়। এর জেরেই সলমন খানের নিশানায় আসেন তিনি। অভিযোগ ওঠে, সলমনের জনই নাকি কেরিয়ারে লাল বাতি জ্বলে যায় বিবেকের (Vivek Oberoi)। অভিনয়ে না থেকেও তবে কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তিনি?

আরো পড়ুন : গোপন নজরদারি চালাতে সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের, হাই অ্যালার্ট জারি ভারতে

বিবেকের সম্পত্তির রহস্য: সূত্রের খবর অনুযায়ী, কেরিয়ারের শুরুর দিকে রিয়েল এস্টেটের ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন বিবেক (Vivek Oberoi)। কর্মা ইনফ্রাস্ট্রাকচার এবং মেগা এন্টারটেনমেন্ট নামে দুটি সংস্থা রয়েছে তাঁর। একটি ২৩০০ কোটির রিয়েল এস্টেটের প্রোজেক্টও রয়েছে তাঁর। পাশাপাশি স্বর্ণিম ইউনিভার্সিটির সহ প্রতিষ্ঠাতা বিবেক।

আরো পড়ুন : সময়ের আগেই অবসর, আধাসামরিক বাহিনীতে ক্রমশ বাড়ছে আত্মহত্যার হারও! সামনে এল চাঞ্চল্যকর কারণ

বিবেক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, অভিনয় তাঁর প্যাশন। কিন্তু যে কাজটা তিনি উপভোগ করেন না তা করা বা কোনো লবির সামনে মাথানত করার প্রয়োজন তাঁর নেই। এই কারণে অর্থনৈতিক স্বাধীনতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিবেক।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর