শরীরে আঁচড়ের দাগ, রাতে ফ্ল্যাটেই ছিলেন বান্ধবী! রিঙ্কুর ছেলের মৃত্যু নিয়ে রহস্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। সন্ধ্যায় সল্টলেকের অফিস থেকে ফিরে ফ্ল্যাটে একাই ছিলেন। সূত্রের খবর রাতে চলে পার্টি, রাত বাড়লে সেখানে বেশ কয়েকজন আসেন। আর সকালে উদ্ধার রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের ওরফে প্রীতমের নিথর শরীর।

আত্মহত্যা না খুন? মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

সূত্রের খবর, গতকাল রাতে নিউটাউনে শাপুরজি আবাসন প্রীতমের সঙ্গে এক বন্ধু ও বান্ধবী উপস্থিত ছিলেন। যে মহিলা ছিলেন তাঁকে আগেও বহুবার সেখানে দেখা গিয়েছে। জানা যাচ্ছে তাঁর সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে (Rinku Majumdar)। তবে এই বিষয়ে সঠিক কোনো খবর মেলেনি এখনও। জানা যাচ্ছে, রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন তিন জন। প্রীতমের মহিলা বান্ধবীই রিঙ্কু মজুমদারকে ফোন করে আসতে বলেন।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs

মঙ্গলবার সকাল সাড়ে এগারটা নাগাদ বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে জানা গেলে পরে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিকেল কলেজে। পুুলিশ সূত্রে খবর, প্রীতমের মোবাইল বালিশের পাশে রাখা ছিল। বেশ কিছু ওষুধও উদ্ধার করা হয়েছে। ড্রাগে প্রীতমের অ্যাডিক্টশন ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

BJP leader Dilip Ghosh wife Rinku Majumdar son death

আরও পড়ুন: দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলের রহস্যমৃত্যু! বয়স কত, কী করতেন প্রীতম? মায়ের বিয়ে নিয়ে বলেছিলেন…

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছেন রিঙ্কুপুত্র। তবে আত্মহত্যা না অন্য কারণ সেই নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কারণ সূত্রের খবর, প্রীতমের শরীরের বাঁ দিকে আঁচড়ের দাগ মিলেছে। কীভাবে এই আঁচড়ের দাগ, বিষয়টি খতিয়ে দেখেছেন চিকিৎসকরা। মায়ের বিয়েতে ভীষণ খুশি ছিলেন। ২৬ বছরের ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X