বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) ফলাফল। উল্লেখযোগ্য বিষয় এই বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা ২০২১ সালে করোনা মহামারীর জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। সেই অর্থে তাদের জন্য এটিই ছিল জীবনের প্রথম বড় পরীক্ষা।
২০২১ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীদের নির্দিষ্ট মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। তাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল কেমন হতে চলেছে সেই বিষয়ে রীতিমত চিন্তিত শিক্ষামহল থেকে অভিভাবকরা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আজ বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল (Result Out)।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি প্রকাশ করবেন মেধা তালিকা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সেক্রেটারি তাপসকুমার মুখোপাধ্যায় বেলা ১২ টা থেকে সাংবাদিক বৈঠক শুরু করবেন। তবে ৩০ মিনিট পর থেকে অনলাইনে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। অনলাইনে উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে বেলা ১২:৩০ থেকে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in – এ দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলে, দুপুর ১২ টা ৩০ মিনিট থেকেই যে পড়ুয়াদের ভাগ্য নির্ধারিত হবে তা বলাই বাহুল্য। এই রেজাল্টের উপর ভিত্তি করেই পরবর্তী কেরিয়ার ঠিক করে নিতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
জানা গেছে, আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলেও পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট পেতে অপেক্ষা করতে হবে এক সপ্তাহ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে আগামী ৩১শে মে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট। এরপর স্কুল থেকে বিতরণ করা হবে পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট।