কী ভাবছেন, আর নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার? তাহলে পোর্টাল থেকে ডিলিট করতে হবে নাম! কিন্তু কীভাবে?

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে মহিলারা সরকারের থেকে পেয়ে যান ১০০০/১২০০ টাকা ভাতা।

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) ফেরত

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তৃণমূলের (Trinamool Congress) মহিলা ভোট ব্যাংক লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের ফলে অনেক শক্তিশালী হয়েছে। তবে সম্প্রতি আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করার কথা বলছেন।

   

আরোও পড়ুন : ইন্টারভিউতে এই প্রশ্নের উত্তর দিয়েই করেন বাজিমাত! চমকে দেবে বৈষ্ণবীর IAS অফিসার হওয়ার কাহিনি

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন বিস্তারিত। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, আগে চাই নারী নিরাপত্তা। তারপর লক্ষীর ভান্ডার। এই আবহে কিছুদিন আগে কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। কীভাবে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) থেকে নাম প্রত্যাহার করা যায় সেই বিষয়ে তিনি লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

আরোও পড়ুন : বিনিয়োগকারীদের মালামাল করল টাটার এই শেয়ার! ১ বছরেই মিলল ২০৭ শতাংশের রিটার্ন

তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, “যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও RGKar দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়”(অসম্পাদিত)।

mamata lakshmir bhandar.jpg

সরকারি আধিকারিকের কথায়, লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) থেকে নিজের নাম প্রত্যাহার করার জন্য আবেদন জানানো যাবে এসডিও অফিসে। আবেদনপত্রের সাথে লাগবে প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স। আবেদন করার পর সরকারি পোর্টাল থেকে মুছে ফেলা হবে সুবিধাভোগীর নাম। পোর্টাল থেকে নাম মুছে দেওয়া হলে আর পাওয়া যাবে না লক্ষীর ভান্ডারের ভাতা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর