বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ডিজিটাল যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। সময়ের সাথে ক্রমশই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যক্তিগত আলাপচারিত হোক কিংবা অফিসিয়াল কাজকর্ম, গোটা বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে।
তবে ডিজিটাল যুগে ক্রমশই চিন্তা বাড়াচ্ছে সাইবার হানা। ডিজিটাল হ্যাকারদের (WhatsApp) খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে। এহেন পরিস্থিতিতে সর্বদা স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাঝেমধ্যেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের খবর দেখতে পাচ্ছি আমরা।
নিজের হোয়াটসঅ্যাপকে (WhatsApp) কীভাবে সুরক্ষিত রাখবেন হ্যাকারদের থেকে?
অজানা লিংকে ক্লিক করলে নিমিষে আপনার হোয়াটসঅ্যাপের তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। সেখান থেকে আপনার ফোনে থাকা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া কোনো ব্যাপারই নয় হ্যাকারদের জন্য। তবে কয়েকটা টিপস যদি মাথায় রেখে চলা যায় তাহলে সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ তথা স্মার্টফোন (Smartphone)।
মেটার সিইও মার্ক জুকারবার্গও হ্যাকারদের হানা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্যবহারকারীদের। তিনি বলছেন, না জেনে-বুঝে কখনোই অজানা লিংকে ক্লিক করবেন না। যদি কেউ প্রলোভনে পা দিয়ে অজানা লিংকে ক্লিক করে ফেলেন, তাহলে তাকে সর্বস্বান্ত হওয়া থেকে আটকাতে পারবে না কেউ।
আরোও পড়ুন : অন্য সিরিয়ালে ব্যস্ত আদৃত, বিয়ের বছর ঘোরার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কৌশাম্বী!
এছাড়াও হোয়াটসঅ্যাপে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন পদ্ধতি চালু করে রাখলে অপেক্ষাকৃত অনেকটাই সুরক্ষিত হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করার সময় শুধুমাত্র ওটিপি নয়, টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু থাকলে দিতে হয় ৬ ডিজিটের একটি বিশেষ পিন।
এই টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি হ্যাক করে হোয়াটসঅ্যাপ লগইন হ্যাকারদের কাছে বাধা সৃষ্টি করতে পারে। হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করলে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি চালু করার অপশন দেখতে পাবেন। ৬ ডিজিটের বিশেষ পিন দিয়ে সুরক্ষিত করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তবে সর্বদা মনে রাখবেন, এই ৬ ডিজিটের পিন কারো সাথে শেয়ার করবেন না কখনোই।