অনুব্রতর জামিন নিয়ে এবার বড় খবর! জেলেই কী পুজো কাটবে? শেষমেশ যা জানা গেল….

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের মতো এবারও কি জেলেই কাটবে কেষ্টদার পুজো? এখন এটাই লাখ টাকার প্রশ্ন অনুব্রত মন্ডলের অনুগামীদের কাছে। দিল্লি হাইকোর্টে অনুব্রতর (Anubrata Mondal) জামিনের আর্জির শুনানি ছিল মঙ্গলবার। কিন্তু অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ব্যস্ত ছিলেন অন্য একটি মামলায়।

তাই তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ফের পিছিয়ে গেল অনুব্রতর জামিনের মামলার শুনানি। আগামী ১৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পুজোর আগে আদৌ কেষ্ট মন্ডল বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে বড় সংশয় থেকেই যাচ্ছে। দিল্লি হাইকোর্ট সূত্রে জানা গেছে, অন্য একটি মামলায় ব্যস্ত আছেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল।

আরোও পড়ুন : “কিছু জালি হিন্দুর জন্য” …পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে তুমুল কটাক্ষ শুভেন্দুর

ইডির আইনজীবী আরও কিছুটা সময় চেয়েছেন। আদালতের পক্ষ থেকে মঞ্জুর করা হয় তাঁদের আবেদন। সিবিআই গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। প্রথম দিকে এই মামলা চলছিল আসানসোলের আদালতে। আসানসোলের সংশোধনাগারেই সেই সময় দিন কাটছিল অনুব্রতর।

আরোও পড়ুন : কনকনে ঠান্ডা বরফের মাঝেই গরম জলের হ্রদ! পুজোর ছুটিতে ঢুঁ মারুন কাছের এই পাহাড়ি গ্রামে

এরপর জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। আপাতত অনুব্রত রয়েছেন দিল্লির তিহাড় জেলে। এরপর ইডি তাঁকে গ্রেফতারও করে। অনুব্রতর হিসাবরক্ষক (CA), বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে দিল্লি তলব করা হয় এই বছরের শুরুর দিকে। অনুব্রতর সম্পত্তি সংক্রান্ত নথিপত্র দেখতে চাওয়া হয় তাঁর কাছ।

anubrata ed

এরপর জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেপ্তার করে মণীশ কোঠারিকে। তবে মণীশ কোঠারি জামিন পেয়ে যান গত মাসে। এই আবহে সবার মনে প্রশ্ন পুজোর আগে কি জামিন পাবেন একদা বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে মামলার পরবর্তী শুনানির দিন। এখন সেই দিকেই তাকিয়ে আছে গোটা বীরভূমবাসী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর