শাহরুখের ভাইয়ের চরিত্রে অভিনয়, তারপরেই হারিয়ে যান বলিউড থেকে! এখন কেমন দেখতে হয়েছে ‘লাড্ডু’কে?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বহু শিশু শিল্পী (Child Actor) কেরিয়ার শুরু করে বর্তমানে নামজাদা অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন। কুণাল খেমু, হনসিকা মোতওয়ানি, সানা সইদের মতো তারকারা একসময় শিশু শিল্পী হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এমনি একজন শিশু শিল্পী (Child Actor) অভিনয় করেছিলেন ‘কভি খুশি কভি ঘম’ ছবিতে। শাহরুখ খান এবং কাজল অভিনীত ছবিটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

শাহরুখের ভাইয়ের অভিনয় করেছিলেন শিশু শিল্পী (Child Actor)

প্রাথমিক ভাবে ছবিটি ফুটিয়ে তুলেছিল দুই ভাইয়ের গল্প। আপন ভাই না হয়েও যাদের মধ্যে ছিল অফুরান ভালোবাসা। বড় ভাই রাহুলের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। আর তাঁর ছোট ভাই রোহনের ভূমিকায় দেখা গিয়েছিল শিশু শিল্পী (Child Actor) কবিশ মজুমদারকে। রোহন ওরফে লাড্ডুর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন কবিশ।

How does this child actor from k3g look now

দর্শকদের ভালোবাসা পেয়েছিল চরিত্রটি: ছবিতে তাঁর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম অর্ধ জুড়ে চরিত্রটির বহু দৃশ্য এবং ডায়লগ ছিল। গোলগাল লাড্ডুর ভূমিকায় তুখোড় অভিনয়ও করেছিলেন শিশু শিল্পী (Child Actor) কবিশ। এই চরিত্রটির বড়বেলার ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। কিন্তু অদ্ভূত ভাবে ছবিটি দারুণ জনপ্রিয়তা পেলেও হারিয়ে যান কবিশ। ইন্ডাস্ট্রিতে আর তেমন ভাবে পাওয়াই যায়নি তাঁকে।

আরো পড়ুন : সাতসকালে ফোন, এই সম্পর্কটা এবার… কোয়েল-নিসপালের বিয়ে নিয়ে হয়েছিল এক কাণ্ড!

কোথায় হারিয়ে গেলেন কবিশ: অনেকেই ভেবেছিলেন ছবিটির সাফল্যের পর কবিশের অভিনয় কেরিয়ারও বড় মোড় নেবে। কিন্তু তেমন কিছুই হয়নি। অদ্ভূত ভাবে এরপর বেশ কিছু ছবির জন্য অডিশন দিলেও বেশিরভাগই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ পেতেন তিনি। বড় হয়ে শিশু শিল্পী (Child Actor) কবিশকে অভিনেতা হিসেবে শেষ দেখা গিয়েছে বরুণ ধাওয়ানের ‘ম্যায় তেরা হিরো’তে।

আরো পড়ুন : বাড়ি কিনতেই টাকা শেষ, মন্নত সাজানোর ক্ষমতা ছিল না, গৌরির উপরেই এই বিশেষ দায়িত্ব দিয়েছিলেন শাহরুখ

সোশ্যাল মিডিয়ায় হাতেগোনা ফলোয়ার রয়েছে কবিশের। তেমন সক্রিয়ও থাকেন না তিনি নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ছবি, ভিডিও দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেক ছবিতেই অচেনা ঠেকছে তাঁকে। তবে কেন তাঁকে সিনেমায় আর দেখা যায় না তা জানা যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর