বাংলা হান্ট ডেস্ক: ISL-এর খেলায় আদৌ খুব একটা ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল (East Bengal)। শুধু তাই নয়, চেন্নাইয়িনের কাছে ঘরের মাঠে পরাজয়ের পরেই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো জানিয়েই দিয়েছেন যে, তিনি ISL-এ প্লে-অফের ভাবনা বাদ দিয়ে এবার সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ নিয়ে ভাবতে শুরু করেছেন। যদিও, লাল হলুদ শিবিরের প্লে-অফের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। সেই অঙ্ক খুব একটা সহজ না হলেও একাধিক শর্ত মিলে গেলে প্রথম ছয়ে শেষ করতে পারে ইস্টবেঙ্গল।
কীভাবে ISL-এর প্লে-অফে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)?
আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ইস্টবেঙ্গলের (East Bengal) এখন ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে। তারা বর্তমানে রয়েছে একাদশ স্থানে। এদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। যারা ২০ ম্যাচে হাসিল করেছে ৩১ পয়েন্ট। ফলে ইস্টবেঙ্গলকে প্রথম ৬-এ থাকতে হলে পেতে হবে ৩১ পয়েন্ট। যদিও, তারপরেও নির্ভর করতে হবে বিভিন্ন শর্তের ওপরে। প্রথমত, ইস্টবেঙ্গলকে তাদের বাকি ম্যাচগুলি জিততেই হবে।
সূচি অনুযায়ী লাল হলুদ শিবির (East Bengal) এরপরে মহমেডান, পাঞ্জাব, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং নর্থইস্টের বিরুদ্ধে খেলবে। এদিকে, পঞ্জাব ও নর্থইস্টের বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ। সেক্ষেত্রে ৫ টি ম্যাচেই জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৩৩-এ।
আরও পড়ুন: আর নয় জল্পনা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? মিলল বড় আপডেট
তবে, এখানেই সমস্ত হিসেব শেষ হচ্ছে না। ইস্টবেঙ্গলকে (East Bengal) প্লে-অফে উঠতে গেলে নর্থইস্টকে বাকি ৩ টি ম্যাচেই হারতে হবে। সেক্ষেত্রে তারা ৩২ পয়েন্টে আটকে থাকলে তাদের টপকে যেতে পারবে লাল-হলুদ শিবির। পাশাপাশি পাঞ্জাবকে ইস্টবেঙ্গলের কাছে হারের পরে কমপক্ষে ৩ পয়েন্ট হারাতে হবে। সেক্ষেত্রে তারাও ৩৩ পয়েন্টের সীমা অতিক্রম করতে পারবেনা।
আরও পড়ুন: এবার পূরণ হবে নিজের বাড়ি কেনার স্বপ্ন! গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার SBI-র, জানলে হবেন খুশি
এছাড়াও, কেরালা ব্লাস্টার্সকে ন্যূনতম ৭ পয়েন্ট এবং ওড়িশাকে অন্তত ৬ পয়েন্ট হারাতে হবে। সেক্ষেত্রে ওই দুই দল আটকে থাকবে ৩২ পয়েন্টে। এছাড়াও চেন্নাইয়িনকে বাকি ৩ টি ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারতে হবে। যার ফলে তারা পৌঁছতে পারবে ৩০ পয়েন্টে। তবে, সামগ্রিকভাবে দেখতে গেলে এতগুলি শর্ত সঠিকভাবে পূরণ হলেই ইস্টবেঙ্গল (East Bengal) প্লে-অফে পৌঁছবে। বিষয়টি অত্যন্ত কঠিন হলেও সমর্থকরা এটা ভেবে কিছুটা হলেও স্বস্তি পাবেন যে, এখনও তাদের দলের প্লে-অফের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।