দেখে বিশ্বাস হবে না! প্রকাশ্যে এল রাম মন্দির নির্মাণের তাজা ছবি, জানুন কতটা এগোল কাজ

বাংলা হান্ট ডেস্ক: অযোধ্যায় (Ayodhya) নির্মাণ হচ্ছে বহুপ্রতিক্ষিত রাম মন্দির (Ram Mandir)। যে মন্দিরটিকে ঘিরে ইতিমধ্যেই প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়েছে দেশজুড়ে। এদিকে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যায় সেজন্য এখন রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

এদিকে, এই নির্মাণ কাজ চলাকালীন মাঝেমধ্যেই এই মন্দিরের কাজ কতদূর এগোল সেই সম্পর্কিত ছবিও সামনে আসছে। শুধু তাই নয়, ওই ছবিগুলি নেটমাধ্যমে আসামাত্রই তুমুল ভাইরাল হচ্ছে। যেগুলি প্রত্যক্ষ করে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে ভক্তদেরও। সেই রেশ বজায় রেখেই এবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, মন্দিরের কিছু সাম্প্রতিক ছবি সামনে এনেছে।

How far has the construction of Ram temple progressed

ওই ছবিগুলির একটিতে রাজস্থানের সাদা মার্বেলে খোদাইয়ের মাধ্যমে দুর্দান্ত নকশার কাজ দেখা গিয়েছে। এমতাবস্থায়, ওইখানেই ভগবান রাম বিরাজমান হবেন। উল্লেখ্য যে, অযোধ্যায় নাগারা শৈলীতে রাম মন্দির তৈরি করা হচ্ছে। পাশাপাশি, যেখানে ভগবান রাম বিরাজমান হবেন সেখানে চারপাশে নয়নাভিরাম খোদাইয়ের কাজ করা হচ্ছে। যা ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

এদিকে, রামলালার মন্দিরের প্রথম তলার ছাদে চলছে ফাইনাল টাচের কাজ। রামলালার মন্দির নির্মাণের প্রথম তলা ইতিমধ্যেই তৈরি। মূলত, দেশজুড়ে থাকা রাম ভক্তদের মনে রাম মন্দিরের নির্মাণ কাজ কতদূর এগোল এই বিষয়ে জানার ক্ষেত্রে আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয়।

সম্ভবত এই কারণেই রাম মন্দির ট্রাস্ট কিছু সময় অন্তর রাম মন্দিরের ছবি সামনে নিয়ে আসে। আর ওই ছবিগুলির মাধ্যমেই মন্দিরের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এদিকে, সদ্য সামনে আসা আরেকটি ছবিতে একটি রাস্তার ছবি দেখা গিয়েছে।

How far has the construction of Ram temple progressed

ওই পথ দিয়েই ভক্তরা রামলালাকে প্রদক্ষিণ করবেন এবং সেখানে যে স্তম্ভগুলি দাঁড়িয়ে রয়েছে সেখানে দেবতাদের মূর্তিগুলি খোদাই করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ছবিগুলির পরিপ্রেক্ষিতে ভক্তরা নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর