‘পশ্চিমবঙ্গে জালি ভোট হচ্ছে! মানুষ মরছে! অবিলম্বে ৩৫৫ ধারা চাই’, জোরালো সওয়াল সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে (West Bengal Panchayat Election) দিকে দিকে চলছে আশন্তি। একাধিক বুথ থেকে গন্ডোগোলের খবর প্রকাশ্যে আসছে সংবাদমাধ্যমের দৌলতে। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে প্রাণ হারিয়েছেন জনা দশেক মানুষ। পুরো পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) উপলক্ষে নিহতর সংখ্যা ৩০ ছুঁই ছুঁই। রাস্তায় নামতে হয়েছে স্বয়ং রাজ্যপালকেও। বাংলার অস্থা দেখে চোখের জলও ফেলতে হয়েছে সিভি আনন্দ বোসকে (C.V. Ananda Bose)। এই অবস্থা উঠে আসছে রাজ্যে ৩৫৫ ধারা (Article 355) প্রয়োগের দাবি।

এবার এই একই দাবি নিয়ে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন তিনি বলেন, ‘বাংলা যে ভাবে ভোট চলছে তা জালি ভোট। কোনও ঠিক নেই। স্ট্রংরুমে কী হবে কেউ জানে না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। রাজ্যপাল রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাঁর উচিত ৩৫৫ ধারা লাগু করা। রাজ্যপালের কাছে আমার অনুরোধ রাস্তায় না ঘুরে আপনি আইন লাগু করুন।’

soumitra

সৌমিত্র আরও বলেন, ‘রাজ্যপালকে অনুরোধ করছি, রাস্তায় ঘুরে কিছু লাভ নেই। আপনি ধারা ৩৫৫ লাগু করুন। এটা খুব লজ্জার বিষয়। গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখছেন বাংলা আজ জ্বলছে। এটা ভোটের নামে প্রহসন চলছে।’ নির্বাচনের মনোয়ন পর্বেও অশান্তির সাক্ষী ছিলেন সৌমিত্র।

শুধু সৌমিত্র খাঁ নয়, একাধিক বিরোধী নেতাই সরব হয়েছেন এই হিংসার বিরুদ্ধে। বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বলেন, ‘পশ্চিমবাংলায় নির্বাচনের যা পরিস্থিতি তাতে অবিলম্বে ৩৫৫ জারি করা উচিত। সুষ্ঠু নির্বাচন এই রাজ্য সরকারকে রেখে সম্ভব নয়।’

বিজেপি নেত্রী তথা দলের মুখপাত্র কেয়া ঘোষ বলেন, ‘মনিপুর নিয়ে কথা হচ্ছে, মনিপুরের ৩৫৫ নিয়ে কথা হচ্ছে। কিন্তু সেখানে নির্বাচন হচ্ছে না। আর আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনের বলি ইতিমধ্যেই ২৮ জন। কোথাও কোথাও সকাল ৮টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে। তাহলে এই অরাজকতার জন্য পশ্চিমবঙ্গে কেন ৩৫৫ ধারা জারি করা হবে না?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর