ফাইনালে বড় চমক! খেলবেন এই তারকা প্লেয়ার, হায়দ্রাবাদের বিরুদ্ধে কিভাবে দল সাজাচ্ছে KKR?

   

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! তারপরেই শুরু হবে চলতি বছরের IPL (Indian Premier League)-এর ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। প্রসঙ্গত উল্লেখ্য যে, এক্কেবারে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েই সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিল কলকাতা। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচের আগে তারা বেশ কয়েকদিন সময় পেয়েছে। যার ফলে করা গিয়েছে অনুশীলন এবং বিশ্রাম পেয়ে ক্রিকেটাররা তরতাজা হয়েই মাঠে নামবেন। এমতাবস্থায়, ফাইনালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে KKR-এর প্রথম একাদশ? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, চলতি মরশুমে KKR-এ ওপেনিংয়ের দায়িত্বে ছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। যদিও, সল্ট ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার কারণে সুনীলের সাথে ওপেন করতে নামবেন রহমানুল্লা গুরবাজ। এবারের IPL-এ ওপেন করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন সুনীল নারিন। ১ টি শতরান এবং ৩ টি অর্ধশতরানও করেছেন তিনি। এমতাবস্থায়, গুরবাজ দলে খুব বেশি সুযোগ না পেলেও ওপেনিংয়ের ক্ষেত্রে আগ্রাসন এবং ধরে খেলার ভারসাম্য রয়েছে তাঁর। ফাইনাল পর্বে তাই KKR-এর ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে।

এদিকে, চোটের কারণে IPL-এর একাধিক ম্যাচ খেলতে পারেননি নীতীশ রানা। যদিও, মুম্বই ম্যাচে তাঁর ইনিংস KKR-কে জিততে যথেষ্ট সাহায্য করেছিল। এমতাবস্থায়, ফাইনালেও তাঁর থেকে বড় রানের আশা রয়েছে সবার। পাশাপাশি, KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার কোয়ালিফায়ারে অর্ধশতরান করেছেন। যদিও, ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান না পেলেও তাঁর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব সবার নজর কেড়েছে। ফাইনালে তিনি ঠিক কি পরিকল্পনা করেন সেটাই এখন দেখার বিষয়। এর পাশাপাশি হায়দ্রাবাদের বিরুদ্ধে KKR-এর মিডিল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকেও সমর্থকেরা দুর্দান্ত ইনিংসের আশায় রয়েছেন।

How is KKR lining up against Hyderabad.

গত মরশুমে নিয়মিতভাবে দলে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু এবারে টপ অর্ডার ভালো খেলার কারণে তিনি খুব একটা বেশি খেলার সুযোগ পাননি। যদিও, রিঙ্কু যেকোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফাইনালেও তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন। এদিকে, ব্যাট এবং বল উভয়ক্ষেত্রেই যিনি বিপক্ষ দলের ঘুম উড়িয়ে দিতে পারেন তিনি হলেন আন্দ্রে রাসেল। রবিবারের রাতে তিনি ঠিক কি চমক দেখান তারই প্রতীক্ষায় রয়েছেন অনুরাগীরা। এদিকে, মাত্র কয়েক বল খেলেই দলের জন্য গুরুত্বপূর্ণভাবে রান তুলতে পারেন রমনদীপ সিং। চলতি মরশুমে বেশ কয়েকটি ম্যাচ তিনি তাঁর দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ফাইনালে তিনিও থাকতে পারেন KKR দলের সাথে।

আরও পড়ুন: ফাইনালের আগে KKR-এর কষ্টের স্মৃতি হাতড়ালেন কিং খান! জানালেন গম্ভীরকে ফিরিয়ে আনার কারণ

এবারে আসি KKR-এর তারকা বোলার মিচেল স্টার্কের প্রসঙ্গে। হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি জ্বলে উঠেছিলেন। স্বাভাবিকভাবেই ফাইনালে তিনি কি জাদু দেখাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এর পাশাপাশি, KKR-এর বোলিংয়ের অন্যতম অস্ত্র হলেন হর্ষিত রানা। ১২ টি ম্যাচ খেলে তিনি পেয়ে গিয়েছেন ১৭ টি উইকেট। এছাড়াও, KKR-এর বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন বরুণ চক্রবর্তী। যিনি বেগুনি টুপির দৌড়ে সামিল রয়েছেন। যেটি হাসিল করতে হলে তাঁকে ফাইনালে ৫ উইকেট পেতে হবে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য পাড়ি দিলেন রোহিতরা, অথচ বিমানে উঠলেন না বিরাট-হার্দিক! সামনে এল কারণ

ফাইনালে KKR-এর সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর