৪৫ দিনে ৬৬ কোটির জনসমাগম! মেলা ভাঙতে একী পরিস্থিতি মহাকুম্ভ প্রাঙ্গণে!

বাংলাহান্ট ডেস্ক : ২০২৫ সালটির দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কারণ দীর্ঘ ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা (Mahakumbh)। সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম জনসমাগম ছিল এই মেলা। সমগ্র ভারত তো বটেই, সমগ্র বিশ্ব থেকে বহু মানুষের মিলনক্ষেত্র ছিল এই মহাকুম্ভ মেলা (Mahakumbh)। এক শতাব্দীরও বেশি সময় পর এমন পুণ্যলগ্নের সুযোগ হাতছাড়া করতে চায়নি কেউই। সরকারি সূত্রে খবর, প্রায় ৬৬ কোটি পুণ্যার্থীরা গিয়েছিলেন মহাকুম্ভে (Mahakumbh)।

মহাকুম্ভ (Mahakumbh) মেলার পর কী পরিস্থিতি প্রয়াগরাজে

দীর্ঘ ৪৫ দিন ধরে চলার পর গত ২৬ শে ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ (Mahakumbh) মেলা। কম বিতর্ক হয়নি এই মেলা ঘিরে। নানা জনে নানা কথা বলেছেন। বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনকি সঙ্গমের জলের পরিচ্ছন্নতা নিয়েও উঠেছে প্রশ্ন। সমস্ত উৎসব উদযাপন শেষে বর্তমানে মেলা শেষে কী পরিস্থিতি ত্রিবেণী সঙ্গমের?

How is situation in prayagraj after mahakumbh

সাফাইকর্মীদের সম্মান মুখ্যমন্ত্রীর: ধীরে ধীরে আবারো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে প্রয়াগরাজ। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, মেলা সমাপ্ত হওয়ার পরেই ১৫ দিন ব্যাপী স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। মেলা (Mahakumbh) চলাকালীন এই দীর্ঘ সময়ে যে সাফাইকর্মীরা দিনরাত পরিশ্রম করে মেলা প্রাঙ্গনে পরিচ্ছন্নতা বজায় রেখেছিলেন, তাঁদের সম্মান জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিবেণী সঙ্গমের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ‘স্বচ্ছতা মিত্র’ এবং ‘গঙ্গা সেবা দূত’এরা সক্রিয় ভাবে কাজ করে চলেছেন। আর এই সাফাই অভিযানের নেতৃত্বে রয়েছেন স্পেশাল অফিসার আকাঙ্খা রানা।

আরো পড়ুন : চমকে ঠাসা সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, আগেই ফাঁস বিজয়ীদের নাম! কারা জিতলেন রিয়েলিটি শো?

চলছে সাফাই অভিযান: যেমনটা জানানো হয়েছে, এই সাফাই অভিযানে আগামী ১৫ দিন ধরে সঙ্গমের ঘাট, মেলা (Mahakumbh) প্রাঙ্গনে যতগুলি স্থায়ী এবং অস্থায়ী তাঁবু সরিয়ে ফেলা হবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহাকুম্ভকে (Mahakumbh) পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা রক্ষা করতে সম্পূর্ণ মেলা চলাকালীন ১৫,০০০ সাফাইকর্মী এবং ২০০০ গঙ্গা সেবা দূত সক্রিয় ভাবে কাজ করেছেন। মেলা শেষ হয়ে যাওয়ার পরেও যাতে পুণ্যার্থীরা প্রয়াগরাজে এসে পরিচ্ছন্ন, পবিত্র পরিবেশ পান, তার জন্য এখনো এক নাগাড়ে চলছে সাফাইয়ের কাজ।

আরো পড়ুন : নায়ক-নায়িকার মাঝে আসছে নতুন সদস্য, নয়া স্লটে TRP ধরতে মরিয়া জি বাংলার সিরিয়াল

মহাকুম্ভের (Mahakumbh) সময় প্রায় ১.৫ লক্ষ অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছিল। সে সমস্তই সরিয়ে ফেলা হবে। পাশাপাশি যত বর্জন উৎপন্ন হয়েছে সমস্ত সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে নৈনিতে বাসওয়ার প্ল্যান্টে পাঠানো হচ্ছে। প্রয়াগরাজের পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য নিরলস ভাবে কাজ করছে প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর