আজ রামলালার প্রাণপ্রতিষ্ঠা না হলে আগামী ২২ বছরে মিলত না এই বিশেষ মুহূর্ত! কিভাবে নির্ধারিত হল সময়?

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হল অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। পাশাপাশি, মহাসমারোহে সম্পন্ন হল রামলালার প্রাণপ্রতিষ্ঠাও। এদিকে, রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে সমগ্র দেশজুড়েই পরিলক্ষিত হয় প্রবল উদ্দীপনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য শুভ সময় ছিল ৮৪ সেকেন্ডের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শুভ মুহূর্ত আগামী বহু বছর ধরে আসবে না। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে চলুন জেনে নিই এই বিশেষ সময়টি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল?

আগামী ২২ বছরে মিলবে না এমন শুভ সময়: এই প্রসঙ্গে জ্যোতিষাচার্য অরুণেশ কুমার জানান, আগামী ২২ বছরে তিথি এবং যোগ এক না হলে এই ধরণের গ্রহ গোচর তৈরি হবে না। পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ও চন্দ্রের অবস্থান অনুসারে তিথি ও যোগ গঠিত হয়। হিন্দু ক্যালেন্ডারে, যেকোনো শুভ সময় পাঁচটি জিনিস নিয়ে গঠিত হয়। সেগুলি হল তিথি, নক্ষত্র, যোগ, করণ এবং রাশি।

How is the timing of Ramlala's Pran Pratishtha determined?

এমতাবস্থায়, রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্ধারিত ৮৪ সেকেন্ডের এই সময়টি সহজে পাওয়া যায়নি। কারণ, এটি বহু বছর পরে পাওয়া গেছে। এইভাবে পঞ্চাঙ্গ অনুসারে, এই মুহুর্তটি পরবর্তী ২২ বছর পরে পাওয়া যাবে। উল্লেখ্য যে, ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।

আরও পড়ুন: আমেরিকা-ফ্রান্স-থাইল্যান্ড, রামলালার প্রাণপ্রতিষ্ঠানে বিশ্বজুড়ে উন্মাদনা! টাইমস স্কোয়্যারে “জয় শ্রীরাম” ধ্বনি

রামলালার প্রাণপ্রতিষ্ঠার এই অনুষ্ঠানটি বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয়। দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হয় প্রাণপ্রতিষ্ঠার বিধি। রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য এই শুভ সময়টি কাশীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় দ্বারা নির্ধারিত হয়েছিল। পৌষ মাসের দ্বাদশ তিথিতে এই শুভ সময়ে, ইন্দ্র যোগ, মৃগাশিরা নক্ষত্র, মেষ লগ্ন ও বৃশ্চিক নবাংশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ভারতেই রয়েছে বিপুল সোনার ভাণ্ডার! পরিসংখ্যানে হেরে গেল ব্রিটেন-আরবও, সামনে এল বড় তথ্য

ভগবান রামের শিশু রূপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বালকাণ্ড রামচরিতমানসে রামলালার যে বর্ণনা করা হয়েছে, মন্দিরের গর্ভগৃহে রামলালার ঠিক সেই অবয়বই শোভা পাচ্ছে। রামলালার পায়ে বজ্র, ধ্বজা ও অঙ্কুশের চিহ্ন দেখা যায়। তাঁর কোমরে কোমরবন্ধনী রয়েছে। রামলালার বাহুগুলি গহনায় শোভিত। এছাড়াও, রামলালার বুকে বাঘের নখরের অনন্য ছায়া আছে। রামলালাকে পীতাম্বরী পোশাক পরিহিত অবস্থায় দেখা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর