বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে একটি চরম উত্তেজক ম্যাচ সম্পন্ন হয়। যেখানে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তাদের ঘরের মাঠে মাত্র ১৬ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। এমতাবস্থায়, অধিকাংশজনই খুব সহজেই পাঞ্জাবকে পরাজিত করবে কলকাতা।
পাঞ্জাবের কাছে শোচনীয় হার কলকাতার (Kolkata Knight Riders):
এমনকি, KKR (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশীর মধ্যে ৫০ রানের জুটি দলকে জয়ের পথেও নিয়ে যায়। তারপরেই রাহানে ব্যাটার এবং অধিনায়ক হিসেবে একটি বড় ভুল করে ফেলেন। পরবর্তীতে সেই ভুলই কলকাতার পরাজয়ের ক্ষেত্রে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
KKR captain Ajinkya Rahane took responsibility for the failed chase against Punjab Kings.#IPL2025 #PBKSvKKR #KKR pic.twitter.com/NDMY8iyq11
— Circle of Cricket (@circleofcricket) April 16, 2025
আসলে, জয়ের জন্য ১১২ রানের “টার্গেট” তাড়া করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন কলকাতার ওপেনাররা। দলের দুই ওপেনার ৭ রানের মধ্যেই আউট হন। এরপর অধিনায়ক অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশীর মধ্যে ৫০ রানের জুটি তৈরি হয়। যেহেতু সামগ্রিকভাবে রানের লক্ষ্য ছোট ছিল তাই, ওই জুটির পারফরম্যান্স KKR (Kolkata Knight Riders) অনুরাগীদের স্বস্তি এনে দেয়।
একটা সময়ে ৭ ওভারে ২ উইকেটে ৬০ রান করেছিল কলকাতা। তখন জয়ের জন্য ৭৮ বলে মাত্র ৫২ রানের প্রয়োজন ছিল এবং হাতে ছিল ৮ টি উইকেট। সেই সময়ে অষ্টম ওভার বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। প্রথম বলেই রাহানে একটি সিঙ্গেল নেন। দ্বিতীয় বলে রঘুবংশীও একটি রান করেন। রাহানে আবারও স্ট্রাইকে ফিরে আসেন। তৃতীয় বলে কোনও রান হয়নি। ওভারের চতুর্থ বলে রাহানে তাঁর লাইন মিস করেন এবং বলটি রাহানের পায়ে লাগে। চাহাল জোরালোভাবে আবেদন করেন এবং আম্পায়ার আউটের ইশারা দেন। এমতাবস্থায়, রাহানে এবং রঘুবংশী কয়েক সেকেন্ড নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। ডিআরএস কাউন্টডাউন টাইমার চলাকালীন মনে হচ্ছিল রাহানে রিভিউ নেবেন। কিন্তু তিনি রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের দিকে পা দেন।
আরও পড়ুন: ১১১ রান করেও কলকাতাকে হারাল শ্রেয়স বাহিনী! IPL-এ বিরাট নজির গড়ল পাঞ্জাব
পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলটি অফ স্টাম্পের বাইরে যাচ্ছিল। তার মানে রাহানে যদি সেই সময় রিভিউ নিতেন, তাহলে ফলাফল অন্যরকম হত। এদিকে, রাহানে আউট হওয়ার সাথে সাথেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ব্যাটিং রীতিমতো ভেঙে পড়ে। আরও ৫ জন ব্যাটার আউট হওয়ার পর স্কোরবোর্ডে মাত্র ১৫ রান যোগ হয়েছিল। অবশেষে, কলকাতা ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায় এবং ১৬ রানে পাঞ্জাবের কাছে হেরে যায়।