বাংলা হান্ট ডেস্ক: গত ১৫ মে ভোরে, পণ্যবাহী জাহাজ বোরকেম স্পেনের উপকূলীয় শহর কার্টেজেনার কিছুটা দূরে থেমেছিল। সেইসময়ে বন্দরে বিক্ষোভকারীরা প্যালেস্তাইনের (Palestine) পতাকা নেড়ে কর্তৃপক্ষের কাছে জাহাজটির তদন্তের দাবি জানায়। কারণ, তারা সন্দেহ করেছিল যে, ওই জাহাজটিতে ইজরায়েলের (Israel) জন্য অস্ত্র বোঝাই ছিল। এদিকে, ইউরোপিয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে একটি চিঠি পাঠিয়ে জাহাজটিকে ডকিং করা থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি, নয়টি ইউরোপিয় পার্লামেন্ট সদস্যদের গ্রুপ সতর্ক করে যে, “ইজরায়েলে অস্ত্র বোঝাই একটি জাহাজকে অনুমতি দেওয়া প্যালেস্তাইনের জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে তদন্তের অধীনে একটি দেশে অস্ত্র পরিবহণের অনুমতি দেওয়ার সমতুল্য।”
জাহাজটিতে অস্ত্র রয়েছে বলে দাবি করেছে স্পেন: এদিকে, স্প্যানিশ সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই, বোরকুম স্পেনে তার পরিকল্পিত স্টপ বাতিল করে স্লোভেনিয়ান বন্দরের দিকে রওনা দেয়। এর পরে, স্পেনের উগ্র বামপন্থী সুমার পার্টির মুখপাত্র ইনিগো এরেজন “এক্স” মাধ্যমে লিখেছিলেন “আমরা সত্যটাই মনে করেছিলাম।” তিনি বলেছেন, কার্টেজেনা ত্যাগ করার বোরকেমের সিদ্ধান্ত সন্দেহের সত্যতা নিশ্চিত করেছে।
চেন্নাই থেকে জাহাজটি ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছিল: সম্প্রতি কাতারের নিউজ চ্যানেল আল জাজিরা দাবি করেছে যে, ওই জাহাজটিতে ভারতে বোঝাই করা বিস্ফোরক ছিল এবং সেটি গাজা উপত্যকা থেকে ৩০ কিলোমিটার দূরে ইজরায়েলের বন্দর আশদোদে যাচ্ছিল। সামুদ্রিক ট্র্যাকিং সাইটগুলি দেখায় যে জাহাজটি গত ২ এপ্রিল দক্ষিণ-পূর্ব ভারতের চেন্নাই থেকে রওনা হয়েছিল এবং লোহিত সাগরের রাস্তা এড়িয়ে আফ্রিকার দিকে চলে গিয়েছিল। কারণ, ওই রাস্তায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইজরায়েলের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য জাহাজগুলিতে আক্রমণ করে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের মুখে এবার চওড়া হাসি! লাফিয়ে বাড়বে বেতন, বড় পদক্ষেপ EPFO-র
ইজরায়েলে কোন কোন অস্ত্র পাঠাল ভারত: প্যালেস্তাইনের দখলদারিত্বের বিরুদ্ধে সলিডারিটি নেটওয়ার্ক (RESCOP) দ্বারা প্রাপ্ত একটি গোপন নথিতে উল্লেখ করা আইডেন্টিফিকেশন কোডগুলি প্রকাশ করে যে বোরকুমে ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরক চার্জ সহ রকেট, ১,৫০০ কিলোগ্রামের বিস্ফোরক পদার্থ এবং বন্দুকের জন্য ৭৪০ কেজি চার্জ ও প্রপেলান্ট। একটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, সমস্ত কর্মচারী, পরামর্শদাতা বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে “যেকোনও পরিস্থিতিতে” বাধ্যতামূলকভাবে IMI সিস্টেম বা ইজরায়েলের নাম না জানাতে বলা হয়েছিল।” উল্লেখ্য যে, IMI সিস্টেম হল একটি প্রতিরক্ষা সিস্টেম। যেটি ২০১৮ সালে ইজরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস কিনেছিল।
আরও পড়ুন: আচমকাই পাল্টি খেল মলদ্বীপ! চিনে পৌঁছে ভারতের ভূয়সী প্রশংসা করলেন মুইজ্জুর মন্ত্রী, জানালেন….
জাহাজের মালিক অস্ত্র বহনের কথা অস্বীকার করেন: এদিকে, জাহাজের বাণিজ্যিক ব্যবস্থাপক, জার্মান কোম্পানি এমএলবি ম্যানফ্রেড লাউটারজং বেফ্রেচটং একটি বিবৃতিতে আল জাজিরাকে জানিয়েছে যে “জাহাজটি তার গন্তব্য ইজরায়েলের জন্য কোনও অস্ত্র বা অন্য কোনও পণ্য লোড করেনি”। জানিয়ে রাখি যে, ভারত থেকে যাত্রা করা আরেকটি পণ্যবাহী জাহাজকে ২১ মে কার্টেজেনা বন্দরে প্রবেশে অস্বীকার করা হয়েছিল। স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে যে, মারিয়ান ড্যানিকা নামের ওই জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইজরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। বিদেশমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবেরেস একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ইজরায়েলে সামরিক পণ্যবাহী জাহাজ পাঠানোর কারণে জাহাজটির প্রবেশে অস্বীকার করা হয়।